কলকাতার মেয়ে ইয়াসমিন মডেল হলেন বাংলাদেশের গানের ভিডিওতে। গত পহেলা বৈশাখে প্রকাশিত এ প্রজন্মের কণ্ঠশিল্পী ঐশীর ‘মায়া’ অ্যালবামের শিরোনাম-গানের ভিডিওতে দেখা যাচ্ছে তাকে।
ঈদ উপলক্ষে বুধবার (৬ জুলাই) লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে এসেছে ভিডিওটি। এটি পরিচালনা করেছেন চন্দন রয় চৌধুরী। গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর করেছেন বেলাল খান, সংগীতায়োজনে জে.কে।
ইয়াসমিন ফেসবুকে বাংলানিউজকে জানালেন, তার মায়ের মামা বাড়ি চট্টগ্রামে। তার দুই মাসির বাড়ি খুলনায়। ফেসবুকে নির্মাতা ও চিত্রগ্রাহক চন্দন রয় চৌধুরীর সঙ্গে তার পরিচয়। সেই সূত্রে এই ভিডিওতে কাজ করা।
ভিডিওর দৃশ্যায়নে অংশ নিতে গত ২৭ মে প্রথমবার ঢাকায় এসেছিলেন ইয়াসমিন। তিনি বললেন, ‘সত্যি বলতে বাংলাদেশে যাওয়ার খুউব ইচ্ছা ছিলো। কোনোদিনই ভাবিনি কাজ করতে যাবো। বলতে পারেন একরকম ঘুরতে গিয়েছিলাম। বাংলাদেশে কাজ করেছি বলে আমি ভাগ্যবতী। এজন্য বিশেষ ধন্যবাদ চন্দনদাকে। ’
নির্মাতা চন্দন বাংলানিউজকে বললেন, ‘ফেসবুকে পরিচয়ের পর আরেকটা কাজে কলকাতায় গিয়ে ইয়াসমিনের সঙ্গে সাক্ষাৎ হয় আমার। এরপর ভিডিওতে কাজ করানোর জন্য তাকে নিয়ে এসেছিলাম। ’
বেলাল খানের গাওয়া ‘একটা বিকেল’ শিরোনামের আরেকটি গানের ভিডিওতে মডেল হয়েছেন ইয়াসমিন। এর দৃশ্যায়ন হয়েছে আগে। তবে এটি মুক্তি পাবে আরও কিছুদিন পর। কাজ শেষে ১২ জুন আবার কলকাতায় ফিরে গেছেন তিনি।
কলকাতার রাজারহাট নিউ টাউনের ডিরোজিও মেমোরিয়াল কলেজে বি.এ (বেঙ্গলি অনার্স) পড়ছেন ইয়াসমিন। তিনি কলকাতার র্যাম্প মডেল। ২০১২ সালে উড়িয়ার একটি মিশ্র অ্যালবামের চারটি গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সামনে কলকাতার কয়েকটি ছবিতেও দেখা যাবে তাকে।
আগামী আগস্টের শেষ সপ্তাহে আবার বাংলাদেশে আসার ইচ্ছা ইয়াসমিনের। ‘কক্সবাজার যাওয়া হয়নি। এবার ওখানে বেড়াতে যাবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে কয়েকটা দিন ঘুরতে চাই। ’
* ঐশীর ‘মায়া’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
জেএইচ