এফডিসির চার নম্বর ফ্লোর। কয়েকদিন আগে সেখানে গিয়ে দেখা গেলো- মঞ্চজুড়ে আলোর ফোয়ারা।
ওদিকে সাজঘরের দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকতেই দেখি আয়নার সামনে বসে আছেন অভিনেতা সাজু খাদেম। তিনিই অনুষ্ঠানটির উপস্থাপক। শুরুতেই জানালেন, আমন্ত্রিত অতিথিদেরকে তার কাছ থেকে সাবধান থাকতে হবে! তার অনুষ্ঠানের মূল অতিথি অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। তার চলন-বলন ও উচ্চারণ হুবহু অনুকরণ করতে পারেন সাজু।
‘সাজু সাবধান’-এ তৌকীর কতোটা সাবধান থাকেন তা জানার কৌতূহল তৈরি হলো। ক্যামেরার পজিশন ঠিক করা হচ্ছে। মঞ্চের সামনে আচমকা দেখা গেলো এক সাধু বসে সবাইকে সাবধান করছেন!
মঞ্চে তৌকীরকে আমন্ত্রণ জানানোর পর ঘটানো হলো মজার ঘটনা। তার পেছনে আনা হলো বিশাল এক কান। এত বড় কানের শানে নূযূল জানালেন সাজু। সম্প্রতি তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় দেখানো হয়েছে। ফলে কান ও তৌকীরের সহধর্মিণী বিপাশা হায়াতকে নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেছেন সাজু।
তৌকীরের সঙ্গে কিংবা তার পরিচালনায় অভিনয় করেছেন এমন অভিনয়শিল্পীদের মধ্য থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে আসেন ফজলুর রহমান বাবু ও আজমেরি হক বাঁধন। সাজু খাদেমের রসিকতার শিকার হয়েছেন তারাও। অতিথিরাও সাজুকে নিয়ে ঠাট্টা-তামাশা করেছেন।
আরও মজার ঘটনা জানতে দেখতে হবে ‘সাজু সাবধান’। মাছরাঙা টিভিতে ঈদের তৃতীয় দিন শনিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে এটি।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
টিএস/জেএইচ