টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ জুলাই। নির্বাচন কেন্দ্র হিসেবে ঢাকার সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীকে চূড়ান্ত করা হয়েছে।
সভাপতি পদে লড়বেন অভিনেতা জাহিদ হাসান, গাজী রাকায়েত ও কায়েস চৌধুরী। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক।
ডিরেক্টরস গিল্ডের মোট ভোটার ৩৮৪ জন। তাদের অনেকের সঙ্গে কথা বলে বোঝা গেছে, তারা নতুন নেতৃত্ব চান। বিশেষ করে তরুণদেরকে ভোট দিয়ে এগিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েই রেখেছেন সবাই। ফলে ডিরেক্টরস গিল্ডের নতুন কমিটিতে বিশাল পরিবর্তন আসাটা স্বাভাবিক।
২২ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে বিরতি। বিকেল সাড়ে ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন ড. ইনামুল হক। তার সঙ্গে নির্বাচন কমিশনার থাকবেন এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ।
সহ-সভাপতি পদে দাঁড়াচ্ছেন আকরাম খান, অরণ্য আনোয়ার, কচি খন্দকার, চয়নিকা চৌধুরী, শুভ্র খান, সৈয়দ শাকিল ও সকাল আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা হলেন হৃদি হক, হিমেল আশরাফ, রাজু আলীম, মাসুদ মহিউদ্দীন, রহমতুল্লাহ তুহিন, হাসান জাহাঙ্গীর ও শেখ মুহাম্মদ এহসানুর রহমান।
অর্থ সম্পাদক পদে দাঁড়িয়েছেন আরিফ আল মামুন, নঈম ইমতিয়াজ নেয়ামূল ও আল হাজেন। সাংগঠনিক সম্পাদক পদপ্রাথী ইমরাউল রাফাত, দীন মোহাম্মদ মন্টু, আকতারুজ্জামান ও এস. এম কামরুজ্জামান সাগর। প্রচার সম্পাদক পদে লড়বেন জুয়েল মাহমুদ, পিকলু চৌধুরী, পঙ্কজ কুমার ঘোষ ও ফয়েজ আহমেদ রেজা।
কার্যনির্বাহী পরিষদ পদপ্রার্থী ২৭ জন। তারা হলেন- আহমেদ ইউসুফ সাবের, কায়সার আহমেদ, ফজলুল হক, কৌশিক শংকর দাশ, ইমেল হক, মাহমুদ দিদার, মাবরুর রশীদ বান্নাহ, সাজ্জাদ সুমন, সাইফ চন্দন, সেতু আরিফ, ফিরোজ খান, ডি এ তায়েব, রাইসুল তমাল, শামীমা শাম্মী, স্বপন সিদ্দিকী, সুকুমার চন্দ্র দাস, তাওহিদুল ইসলাম ফেরারী অমিত, কবীর বাবু, শাহ মো: রাকিব, মারুফ মিঠু, সগীর মোস্তফা, মো: সহিদ উন-নবী, যুবরাজ খান, সাজ্জাদ সনি, মিলন ভট্টাচার্য্য, আবু রায়হান জুয়েল ও সাইফুল আলম।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ১১ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রার্থীদেরকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য পৃথকভাবে সাদা কাগজে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১২ জুলাই রাত ৮টায়।
উল্লেখযোগ্য নির্বাচন বিধিমালায় বলা হয়েছে, কোনো প্যানেল ভিত্তিক নির্বাচন করা যাবে না। সুতরাং প্রত্যেক প্রার্থীকে এককভাবে নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচনী প্রচার অভিযানে পোস্টার, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা যাবে না। নির্বাচনকে কেন্দ্র করে কোনো সভা বা অনুষ্ঠান করা যাবে না।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
জেএইচ