ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ইতিবাচক পরিবর্তনে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
‘ইতিবাচক পরিবর্তনে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য’ আনজাম মাসুদ

প্রায় আট বছর পর আবার নিয়মিত উপস্থাপনা করছেন আনজাম মাসুদ। তার নতুন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এরই মধ্যে আলোচিত হয়েছে।

ঈদ উপলক্ষে তৈরি হয়েছে এর বিশেষ পর্ব। এর পরিকল্পনা, গ্রন্থনা, নির্দেশনাও দিয়েছেন তিনি।  

ঈদের তৃতীয় দিন শনিবার (৯ জুলাই) রাত দশটার ইংরেজি সংবাদের পর বিটিভির পর্দায় প্রচার হবে ‘পরিবর্তন’। অনুষ্ঠানটি ও অন্যান্য প্রসঙ্গে বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন আনজাম মাসুদ।

বাংলানিউজ: ঈদের ‘পরিবর্তন’-এর বিশেষ আকর্ষণ কী?
আনজাম মাসুদ:
বিনোদনমূলক ১৭টি পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে ঈদের এই বিশেষ ‘পরিবর্তন’। এগুলোতে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। আইয়ুব বাচ্চুর কণ্ঠে তার জনপ্রিয় গান ‘মেয়ে’র নতুন সংস্করণ, দুই দশকের জনপ্রিয় দুটি গানের তালে মডেল-অভিনেত্রী তানজিন তিশার নাচ দর্শকদের ভালো লাগবে। এ ছাড়া একক গান পরিবেশন করেছেন আরফিন রুমি ও নাজু আকন্দ। সমবেত কণ্ঠে গেয়েছেন মেহরাব, লুইপা, বৃষ্টি, আমিদ ও সম্রাট।  

বাংলানিউজ: এ পর্বের নাট্যাংশগুলোতে কী কী বার্তা দিয়েছেন?
আনজাম:
ঈদের এই বিশেষ পর্বটির ব্যাপ্তি ৫০ মিনিট। এখানে ১১টি নাট্যাংশ তুলে ধরা হয়েছে- যেমন ফেসবুক ব্যবহার, যাকাত, হিন্দি সিরিয়াল, ঈদের সালামী, ওয়াই-ফাইসহ বেশকিছু বিষয় নিয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো পেজে লাইক দেওয়া বা শেয়ার করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি নাট্যাংশে ইন্টারনেট ব্যবহার বিষয়ে পরামর্শ দেওয়া হবে। গুলশান ট্র্যাজেডির পর থেকে সরকারিভাবে এ বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওই ঘটনার আগেই এই নাট্যাংশটি ভেবেছিলাম।

বাংলানিউজ: অন্যান্য ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে আপনার মন্তব্য কী?
আনজাম:
‘ইত্যাদি’ ব্যতিত আমাদের দেশে তেমন কোনো ম্যাগাজিন অনুষ্ঠান নেই বললেই চলে। যেগুলো আছে তা পরিপূর্ণ নয়। অবশ্য অন্য কোনো দেশে ম্যাগাজিন অনুষ্ঠানের তেমন চল নেই। বলতে পারেন ম্যাগাজিন অনুষ্ঠান বানানোর সাহস করে না কেউ।  

বাংলানিউজ: ম্যাগাজিন অনুষ্ঠান কেমন হওয়া উচিত?
আনজাম:
ম্যাগাজিন অনুষ্ঠান একটি সচেতনতামূলক অনুষ্ঠান। যেখানে নাচ, গান, অভিনয়, কৌতুক সবকিছুরই সংমিশ্রণ থাকবে। একটি অনুষ্ঠানের মাধ্যমে দর্শককে আনন্দ দেওয়ার পাশাপাশি সচেতনতা তৈরির মাধ্যমেই একটি ম্যাগাজিন অনুষ্ঠান পরিপূর্ণতা পায়।

বাংলানিউজ: ‘আজ কাল পরশু’ অনুষ্ঠানটির পর ‘পরিবর্তন’-এর মাধ্যমে দীর্ঘদিন পর নিয়মিত উপস্থাপনা করছেন।  
আনজাম:
এখন ‘পরিবর্তন’ নিয়েই ব্যস্ত আছি। প্রতি মাসের দ্বিতীয় সোমবার রাত দশটার সংবাদের পর অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হয়। ১৯৯৬ সালে বিটিভিতে ‘আজকাল’ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করি। এরপর এটিএন বাংলায় ‘আজকাল পরশু’ এবং ‘এক দুই তিন’ জনপ্রিয়তা পায়। সবশেষ বছর দুয়েক আগে উপস্থাপনা করেছি বিটিভির ‘আনন্দমেলা’। দর্শকরা এখন থেকে আমাকে নিয়মিত উপস্থাপনায় দেখবেন।  

বাংলানিউজ: ‘পরিবর্তন’-এর লক্ষ্য কী?
আনজাম:
মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন তৈরি করার লক্ষ্যেই এ অনুষ্ঠান। বিনোদনের পাশাপাশি আমরা সামাজিক বক্তব্যও তুলে ধরছি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সরওয়ার মিয়া।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ০৯ জুলাই, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।