ঈদে ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও মহাসমারোহে মুক্তি পেয়েছে সালমান খানের ‘সুলতান’। ভারতে এরই মধ্যে ব্যবসায় কয়েকটি নতুন রেকর্ড গড়েছে এটি।
পাকিস্তানের ৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘সুলতান’ মুক্তির পাঁচ দিনে বক্স অফিসে আয় করেছে ১৫ কোটি রুপি। ঈদে দেশটিতে আর কোনো ছবির এমন অর্জন ছিলো না। সেখানে এর পরিবেশক জিও ফিল্মস জানিয়েছে, গত বছর কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত পাকিস্তানি ছবি ‘জাওয়ানি ফির নাহি আনি’র প্রথম সপ্তাহের আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে ‘সুলতান’।
জানা গেছে, পাকিস্তানে সল্লুর ছবিটির প্রথম পাঁচ দিনের টিকেট আগেই বুকিং হয়ে গিয়েছিলো। রোববার (১০ জুলাই) এর আয় ছাড়িয়েছে ১৫ কোটি রুপির ঘর। এর মধ্যে গত ৬ জুলাই মুক্তির প্রথম দিন সাড়ে ৩ কোটি ও দ্বিতীয় দিন ৪ কোটি ১০ লাখ রুপি আয় করে ছবিটি।
জিও ফিল্মসের মুহাম্মদ নাসির বলেন, ‘ঈদে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন প্রেক্ষাগৃহে ভিড় করে। এক্ষেত্রে তাদের বিনোদনের জন্য সালমান খানের ছবিই সবচেয়ে উপযোগী। ’
পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলোতে ঈদে আরও মুক্তি পেয়েছে হলিউডের ছবি ‘ফাইন্ডিং ডোরি’, ‘আইস এইজ: কলিসিয়ন কোর্স’, ‘দ্য লিজেন্ড অব টারজান’, ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস’ ও পাকিস্তানি ছবি ‘সাওয়াল ৭০০ ক্রোড় ডলার কা’।
এদিকে ভারত ও বর্হিবিশ্ব মিলিয়ে চার দিনে ২০০ কোটি রুপি আয় করেছে ‘সুলতান’। এর মধ্যে শুধু ভারতেই এসেছে ১৪২ কোটি ৬২ লাখ রুপি। আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’-এ সালমানের সঙ্গে অভিনয় করেছেন আনুশকা শর্মা, রণদীপ হুদা প্রমুখ।
* ‘সুলতান’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখুন :
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
বিএসকে/জেএইচ