ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আলোচনায় ‘উইন্ড অব চেঞ্জ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
আলোচনায় ‘উইন্ড অব চেঞ্জ’ আইয়ুব বাচ্চুর সঙ্গে দুই বিদেশি যন্ত্রশিল্পী

আইয়ুব বাচ্চু (এলআরবি), শাফিন আহমেদ (মাইলস), ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, কুদ্দুস বয়াতী, পান্থ কানাই, বালাম, হাবিব ওয়াহিদ, তন্ময় তানসেন (ভাইকিংস), ও চিরকুট- প্রথম সারির ব্যান্ড ও সংগীতশিল্পীরা এবারের ঈদে শ্রোতা-দর্শকের সামনে হাজির হয়েছেন নতুনভাবে। নিজেদের জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে পরিবেশন করেছেন তারা।

 

‘উইন্ড অব চেঞ্জ’ নামে একটি টিভি আয়োজনের অংশ হিসেবে দেশি-বিদেশি যন্ত্রীদের সঙ্গে গেয়েছেন দেশের আলোচিত এই শিল্পীরা। কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর প্রযোজনায় টিএম প্রোডাকশনের ব্যানারে গানগুলো তৈরি হয়েছে গানবাংলা চ্যানেলের ঈদ আয়োজন হিসেবে। এখন গানগুলো উপভোগ করা যাচ্ছে ইউটিউবে।  

ঈদ উৎসবে বাড়তি আকর্ষণ যোগ করেছে এগুলো। ভিনদেশি যন্ত্রীদের পরিবেশনা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিয় শিল্পীর গান শেয়ার করছেন। এই মৌসুমে (প্রি-সিজন) উল্লিখিত শিল্পীদের পাশাপাশি আছে আরও ক’জন শিল্পীর গান।  

এ আয়োজনে হাবিব গেয়েছেন তার জনপ্রিয় ‘ভালোবাসবো’ গানটি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘…বিদেশি সংগীতশিল্পীদের সঙ্গে বাজানোর সুযোগ পেয়েছেন এখানকার শিল্পীরা। এটা নিঃসন্দেহে ইতিবাচক ব্যাপার। এর মধ্য দিয়ে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সংগীতকে নিয়ে যাওয়ার পথ সুগম হলো। ’

ভিনদেশি শিল্পীদের মধ্যে আছেন আন্তন দাভিদিয়ান্ত (বেজ গিটার), আনা রাকিতা (ভায়োলিন), নেলি বুবুজেঙ্কা ও মোহিনী দে (বেজ গিটার)। তারা এসেছেন ভারত, রাশিয়া ও লাটভিয়ার থেকে। এদিকে পুরো অনুষ্ঠানে শব্দ প্রকৌশলী হিসেবে কাজ করেছেন ভারতের এমটিভি আনপ্লাগড ও এমটিভি কোক স্টুডিওর কুশলীরা।

গানবাংলার প্রধান নির্বাহী ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস আয়োজনটি নিয়ে শুরু থেকে উচ্ছ্বসিত ছিলেন। এখন সংগীতাঙ্গনে গানগুলো নিয়ে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, এটি দেশীয় গানের পালে নতুন হাওয়া যোগ করতে যাচ্ছে।  

* আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’: 

* ফাহমিদা নবীর ‘আমি আকাশ হবো’:

* হাবিব ওয়াহিদের ‘ভালোবাসবো’: 

* বালামের ‘লুকোচুরি’: 

* পান্থ কানাইয়ের ‘নৌকা’: 

* ‘চিরকুট’-এর ‘মরে যাবো’: 

* বাপ্পা মজুমদারের ‘সবুজ যখন’: 

* মাইলসের ‘ধিকি ধিকি’:  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।