ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই দশকে এটিএন বাংলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
দুই দশকে এটিএন বাংলা

পথচলার ১৯ বছর পার করলো বেসরকারি টেলিভিশন চ্যানেল। ১৫ জুলাই দুই দশকে (২০ বছর) পা রাখছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি।

‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগান নিয়ে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে এটিএন বাংলা।

১৯৯৯ সালে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয় এটিএন বাংলা। ২০০১ সালে ইংরেজি সংবাদ ও ২০০৩ সালে প্রচার শুরু হয় প্রতি ঘন্টার সংবাদ। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও বৈচিত্র্যপূর্ণ্য তারা। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধূলা, সমাজ, সংস্কৃতি ও ইসলামী অনুষ্ঠানমালা প্রচার করে তারা।

২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোটপর্দার অস্কারখ্যাত এমি এ্যাওয়ার্ড অর্জন করে চ্যানেলটি। এছাড়া এশিয়া অঞ্চল থেকে আঞ্চলিক এ্যাওয়ার্ড, বজলুর রহমান স্মৃতিপদক, এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার ২০১২, ইউনাইটেড ন্যাশনস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ইউএনসিএ) এ্যাওয়ার্ড ২০১২ ও ২০১৩ ছাড়াও প্রায় প্রতি বছরই মীনা মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করে এটিএন বাংলা। বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম পরিচালিত ‘টিভি দর্শক জরিপ’-এ নিরপেক্ষ সংবাদ প্রচারের জন্য বরাবরই শীর্ষস্থানে অবস্থান করেছে চ্যানেলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনের কথা থাকলেও এবার সব অানুষ্ঠানিকতা স্থগিত করেছে তারা। তবে কিছু বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। এ আয়োজনে থাকছে ড. মাহফুজুর রহমানের বিশেষ সংগীতানুষ্ঠান ‘ভালোবাসার গান’, প্রামাণ্যচিত্র ‘আমি তোমাদেরই লোক’ ও ‘আমরা করবো জয়’-এর বিশেষ পর্ব। আরও আছে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোঁড়ন’।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।