ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাইভ অনুষ্ঠান নিয়ে কনার উপলব্ধি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
লাইভ অনুষ্ঠান নিয়ে কনার উপলব্ধি কনা, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈদ উপলক্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার দুটি একক অ্যালবাম বেরিয়েছে। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা ছিলো, ঈদে তিনি নতুন গানগুলো গাইবেন।

অথচ ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত কোনো সংগীতানুষ্ঠানে পাওয়া যায়নি তাকে।

ঈদের আয়োজনে গাইলে কনার অ্যালবামগুলোর প্রচারণা হতো। তবুও তিনি সরিয়ে রাখলেন নিজেকে। এ প্রসঙ্গে কথা হচ্ছিলো তার সঙ্গে। কিছুটা হতাশা নিয়েই তিনি বললেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ-ছয় জন নতুন শিল্পীকে দিয়ে পুরনো গান গাওয়ালেই লাইভ অনুষ্ঠান হয়ে যায় এখন। ’ সরাসরি সংগীতানুষ্ঠানগুলো নিয়ে কনার আরেকটি বক্তব্য হলো, ‘লাইভের জায়গাটাতে এখন আর দেশের বিশিষ্ট শিল্পীরা গান করেন না। ’

ঈদে দর্শক-শ্রোতারা সরাসরি কনার গান উপভোগ করতে পারেননি। তবে মোবাইল ফোনে ঠিকই তার গায়কী শোনা যাচ্ছে। রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে এসেছে কনার একক অ্যালবাম ‘সেলফি’। এতে আছে সম্প্রতি জনপ্রিয় হওয়া তার ‘রেশমি চুড়ি’ গানটি।

এদিকে সিএমভির ব্যানারে জিপি মিউজিকে প্রকাশিত হয়েছে কনার একক অ্যালবাম ‘রিদমিক কনা’। এতে গান রয়েছে ছয়টি। এগুলো সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল, সাজিদ সরকার ও প্রীতম হাসান। একক ছাড়াও ইমরানকে নিয়ে দুটি দ্বৈত গান গেয়েছেন তিনি।

* ‘আমি সাধারণ একজন কণ্ঠশিল্পী’

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬

জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।