ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গুরু-শিষ্য একসঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
গুরু-শিষ্য একসঙ্গে তারিক আনাম খান ও জাহিদ হাসান-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মঞ্চ, টিভি ও চলচ্চিত্র- তিন মাধ্যমের জনপ্রিয় দুই অভিনেতা তারিক আনাম খান ও জাহিদ হাসান বাস্তব জীবনে গুরু-শিষ্য। নাট্যকেন্দ্রে তারিক আনামের হাত ধরেই ‘বিচ্ছু’ নাটকে অভিনয় করে জনপ্রিয় হন জাহিদ।

এরপর টিভিতে কাজের সুযোগ আসে। এখন তো তিনি দেশের নামিদামি অভিনেতা। অভিনয়ের সব মূলমন্ত্রই গুরুর কাছে শিখেছিলেন  জাহিদ হাসান।

তাদের বাস্তব জীবনের এই গল্প নিয়ে নির্মাণাধীন একটি নাটকে গুরু-শিষ্যের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও জাহিদ হাসান। নাম ‘একজন অভিনেতার অভিনয়’। ঢাকায় নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে গত ১৪ জুলাই। চলবে আরও একদিন।

তারিক আনাম খান বাংলানিউজকে বললেন, ‘দেড় বছর পর আবার আমি আর জাহিদ একসঙ্গে অভিনয় করছি। এ নাটকের গল্প অনেকটাই আমাদের নাট্যজীবনের সঙ্গে মিলে গেছে। বাস্তবেও জাহিদ আমার শিষ্য এবং এই নাটকেও সে আমার শিষ্য। ’

নাটকটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। তিনি বাংলানিউজকে জানান, গল্পে দেখানো হবে জগলুল (তারিক আনাম খান) একসময় হাসানের (জাহিদ হাসান) গুরু ছিলেন। একসঙ্গে তারা মঞ্চে অভিনয় করতেন। কালের পরিক্রমায় তাদের সম্পর্ক হারিয়ে যায়।

এদিকে হাসান হয়ে ওঠেন নামিদামি অভিনেতা। বিয়েও করেছেন। স্ত্রীকে (মৌসুমী হামিদ) নিয়ে একটি গ্রামে বেড়াতে যান হাসান। সেখানে গিয়ে আচমকা দেখা হয় গুরু-শিষ্যের। শিষ্য তার গুরুকে দেখতে পায় বাড়ির কেয়ারটেকার হিসেবে। জীবন যুদ্ধে পরাজিত গুরু তাকে না চেনার অভিনয় করতে বলেন শিষ্যকে। পরিচালকের ভাষ্য, ‘বাস্তব জীবনেও আমাদেরকে অভিনয় করতে হয়, এ নাটকের বক্তব্য সেটাই। ’

‘একজন অভিনেতার অভিনয়’ লিখেছেন মাসুম শাহরিয়ার। এতে আরও অভিনয় করছেন নাজমুল হুদা বাচ্চু, শেখ মাবরুর রহমান, এমিলা হক, নওশীন ইসলাম দিশা প্রমুখ। ঈদুল আজহায় একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।