নাট্য নির্মাতা সুমন আনোয়ার এবার চলচ্চিত্র পরিচালনা করবেন। ‘কয়লা’ নামের ছবিটি বানানোর প্রস্তুতি নিতে গিয়ে তার কিছু অভিজ্ঞতা হয়েছে।
সুমন আনোয়ারের সেই ইচ্ছার প্রতিফলন দেখা যাবে ‘সিনেমাওয়ালা’য়। এটি তার রচনা ও পরিচালনায় ১০৪ পর্বের নতুন ধারাবাহিক নাটক। বিনোদন অঙ্গনে সঙ্গে সংশ্লিষ্টদের জীবনকেন্দ্রিক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। একজন পরিচালক থেকে শুরু করে অভিনয়শিল্পী, রূপসজ্জাকরসহ সবার জীবনের টানাপোড়েনের গল্প রয়েছে এখানে। সুমন আনোয়ার নিজেই অভিনয় করেছেন পরিচালকের ভূমিকায়।
গল্পে দেখা যাবে, মা-বাবার অসহযোগিতা সত্ত্বেও ঢাকায় পড়ালেখা করতে আসে হেনা। একদিন পত্রিকায় সুন্দরী প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে এসএমএস করে সে। ছয় মাস পর সেরা সুন্দরীর খেতাব পায় মেয়েটি। এরপর থেকে নাটক, বিজ্ঞাপন ও চলচ্ছিত্রে অভিনয়ের মাধ্যমে সে হয়ে ওঠে শীর্ষ তারকা। হেনা থেকে সে হয়ে যায় হীরা। ততোদিনে মেয়েটি তার গাড়ির চালক কুদ্দুসের প্রেমে জড়িয়ে পড়ে।
নাটকটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। এ ছাড়াও অাছেন শ্যামল মাওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, শাহেদ আলী, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, আরফান আহমেদ, পুনম হাসান জুঁই, সোনিয়া হোসেন, মীম, শাহানা সুমী, আমানুল হক হেলাল প্রমুখ। সোমবার (১৮ জুলাই) থেকে সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত পৌনে দশটায় এনটিভির পর্দায় প্রচার হবে ‘সিনেমাওয়ালা’।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
জেএমএস/জেএইচ