ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আটলান্টায় প্রশংসিত মুন্নী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
আটলান্টায় প্রশংসিত মুন্নী (বাঁ থেকে) দিনাত জাহান মুন্নী, শ্রীকান্ত আচার্য্য ও জয়তী চট্টোপাধ্যায়

প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের আটলান্টায় সংগীত পরিবেশন করলেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। আয়োজকরা জানান, তার পরিবেশনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বিএমএনএ প্রতি বছর ওই অঞ্চলের বিভিন্ন শহরে সম্মেলন করে থাকে। আটলান্টা এভারগ্রিন ম্যারিয়ট কনফারেন্স রিসোর্টে গত ১৪ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত হয় এবারের সম্মেলন।  

আটলান্টা সিটির হোটেল ম্যারিয়টসে অনুষ্ঠিত এই আয়োজনে কলকাতা থেকে গাইতে গিয়েছিলেন শ্রীকান্ত আচার্য্য ও জয়তী চট্টোপাধ্যায়।  সম্মেলনের শেষ দিন ছিলো সাংস্কৃতিক পরিবেশনা।

শুরুতে জয়তী, তারপর শ্রীকান্ত ও সবশেষে মঞ্চে আসেন মুন্নী। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গানের পাশাপাশি বাংলাদেশের পুরনো ও লোকজ আঙ্গিকের গানগুলো গেয়ে শোনান তিনি।  

এ অনুষ্ঠানের মাধ্যমে আটলান্টায় মুন্নীর অনেক ভক্ত তৈরি হয়েছে বলে খুশি আয়োজকরা। আবার তার পরিবেশনার দেখতে মুখিয়ে আছেন সেখানকার প্রবাসীরা।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।