কিংবদন্তি সুরকার,সংগীত পরিচালক, গায়ক ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দ এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুস ক্যানসারে আক্রান্ত এই শিল্পী নিজের চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা চেয়েছেন।
লাকী আখান্দের অসুস্থতা ও সংগীত দুনিয়ার সমসাময়িক বাস্তবতা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। সোমবার (১৮ জুলাই) গভীর রাতে ফেসবুকে এ নিয়ে একটি লেখা পোস্ট করেছেন তিনি।
ফাহমিদা নবী লিখেছেন, ‘আমাদের নামের আগে বিশেষণ হিসেবে এখন থেকে দয়া করে, দুঃস্থ শিল্পী লিখলেই ভালো হবে। খুশি হবো। কিংবদন্তি বা প্রখ্যাত, বিখ্যাত লেখার কোনো প্রয়োজন নেই! শিল্পীরা দেশের সম্পদ। অথচ আমাদের শেষ জীবনে কোনো পেনশন নেই, কোনো জমা-হিসেব নেই। জমার খাতা শুন্য। আমাদের কোনো ভবিষ্যত নেই! আর কতো! সব শিল্পীরই নিশ্চিত কোনো অবস্থান নেই। লাকী চাচা কতোটা লজ্জায়, কতোটা ব্যথর্তায়, কতোটা বাধ্য হয়ে সাহায্য চাইলেন তা প্রকাশ করার ভাষা আমার বা আমাদের জানা নেই।
প্রকৃত শিল্পীর হিসেব, চিন্তা-চেতনা তার শিল্পকমর্কে ঘিরেই হয়। জীবনের বৈষয়িক হিসেব কষাকষি করা তার স্বভাব নয়। সৃষ্টিশীল মানুষ সমাজে ভালোবাসা আর তার শিল্পকমর্কে ছড়িয়ে দিতে ব্যস্ত থাকে, তার এটাই ধ্যানজ্ঞান এবং পেশা। তাই তার পক্ষে চাকরি বা জীবন ধারনের জন্য, জীবিকার জন্য দৌড়ে বেড়ানো সম্ভব নয়। ভক্তদের জন্যই তো সব। তাদেরকে ঘিরেই কাজ করা, তাদের জন্যই বলা যেতে পারে জীবনকে উৎসর্গ করা...। ’
প্রখ্যাত শিল্পী মাহমুদুন্নবীর এই কন্যা আরও লিখেছেন, ‘মানুষের প্রিয় হয়ে কাজ করে যাওয়া শিল্পীর কাজ! সে তো জানে না দিনের শেষে তাকে দুঃস্থ হয়ে সবার কাছে অার্থিক সহযোগিতা চাইতে হবে চিকিৎসার জন্য! কি মনোবেদনা! কী কষ্ট! কী যন্ত্রণাতে এই আবেদন- আমাকে সাহায্য করো বলাটা! এতো এতো গান, যা শুনে মুগ্ধতা, সেই মুগ্ধতার প্রতিদান অসহায় হয়ে আর্থিক সহযোগিতা চাওয়া! উফ্ আফসোস...! লাকী চাচার মতো আমরা সবাই আসলে দুঃস্থ শিল্পী! এটাই বাস্তবতা! ক্ষমা চাই, ক্ষমা চাই, এই লজ্জার অসহায়ত্বের জন্য। সবাই সহযোগিতা করুন। বলছি অনেক বেদনা থেকে। একজন লাকী আখান্দ আর দ্বিতীয়বার জন্ম নেবেন না, তাকে শ্রদ্ধাভরে সাহায্য করুন। ’
লেখাটি ফাহমিদা নবী শেষ করেছেন এভাবে- “কে আছো কোথায়/কতোটা কাছে/ কতোটা দূরে/ কি আশা জীবনে/ কি সে পরিচয়/ জানে কি সময়, হায়…’- লাকী চাচার এই গানের কথাটা দিয়েই সবার সহযোগিতা কামনা করছি, সরকারি সহযোগিতা আশা করছি। বাকিটা আল্লাহ জানেন। তার সুস্থতা কামনা করি। ”
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এসও/জেএইচ