বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে অভিনেতা জন অ্যাব্রাহাম অন্যতম। তার ভক্ত-অনুসারীর কমতি নেই।
বেশিরভাগ সময় রুদ্ধশ্বাস মারামারি নির্ভর ছবিতে অভিনয় করেছেন জন। পর্দায় তার কেরামতি দেখে শিশুরা বাস্তবে সেগুলো চেষ্টা করে কি-না জানতে চেয়েছিলো ভারতীয় সাংবাদিকরা। ৪২ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘আমরা পর্দায় যেসব চরিত্রে অভিনয় করি সেগুলো নকল করা ঠিক নয়। ’
মুম্বাইয়ের একটি স্কুলে হ্যাবিটেট ফর হিউম্যানিটি আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন জন। তামিলনাড়ুতে বন্যায় গৃহহীন মানুষদের জন্য বাড়িঘর তৈরিতে সহায়তার জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানাতেই মূলত গিয়েছিলেন তিনি। ‘ঢিশুম’ তারকা জানান, শিশুদের মুখোমুখি হলে তারা বুঝতে পারে তারকারাও মানুষ মাত্র।
জন বলেন, ‘যেমন ধরুন, এই স্কুলে এসে শিশুদের সঙ্গে গল্প করায় ওদের মনে হচ্ছে, আমি তাদেরই একজন। সাধারণ মানুষের মতোই তাদের সঙ্গে কথা বলছি, ফলে ওরা আমার সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছে। আর আমার মনমানসিকতাও মধ্যবিত্ত। ’
যোগ করে জন আরও বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি জেনে ভালো লেগেছে ওদের। আমি এখনও মধ্যবিত্তই। আমার মূল্যবোধ ও আমার বাবা-মা মধ্যবিত্ত। আমার পরামর্শ হলো, শিশুরা যেন কখনও তাদের মূল্যবোধ হারিয়ে না ফেলে। ’
শিশুদের জ্ঞান দেওয়ার জন্য কিছু কথা বলেছেন জন। তিনি বলেন, ‘তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথমত শিক্ষা সবচেয়ে জরুরি। দ্বিতীয়ত বাবা-মা বললেও ঘুষ দেওয়া-নেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এমনিতেই দুর্নীতিতে ছেয়ে গেছে ভারত। দুর্নীতি নির্মূল করা খুব প্রয়োজন। তৃতীয়ত, সবাই সমান, কেউই কারও চেয়ে বড়ছোট নয়, তাই সবাইকে সম্মান করো। ’
স্কুল পরিদর্শন করাটা বেশ উপভোগই করেছেন জন। তার ভাষ্য, ‘মানুষ প্রায়ই জানতে চায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না গিয়ে স্কুলে যাই কেনো। আমার কাছে এটাই ভালো লাগে। স্কুলে ঘোরা আমার জন্য বেশ উপভোগ্য। ’
জনের আগামী ছবি ‘ঢিশুম’ মুক্তি পাবে আগামী ২৯ জুলাই। এতে তার সহশিল্পী বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ ও অক্ষয় খান্না। এটি পরিচালনা করেছেন বরুণের ভাই রোহিত ধাওয়ান।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ