বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এখন কলকাতার ‘রাজকাহিনী’ ছবির হিন্দি রিমেক ‘বেগমজান’-এর কাজ করছেন। দৃশ্যধারণের ফাঁকে বাংলা ছবিটিতে রুবিনা চরিত্রে জয়া আহসানের অভিনয়ের প্রশংসা করেছেন তিনি।
কলকাতায় একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এ খবর জেনে জয়ার মুখ থেকে বেরিয়ে আসে, ‘তাই? বাহ্! এই কথাটা বাংলাদেশের লোক জানতে পারলে খুব খুশি হতেন। তখন হয়তো আমার কাজকে একটু মূল্য দিতেন। বাংলাদেশে বলিউডের খুব কদর। যে ছবি এখানে মুক্তি পায়, সঙ্গে সঙ্গে ওখানে সব পাইরেটেড ডিভিডি পৌঁছে যায়। ’
একই সাক্ষাৎকারে যৌথ প্রযোজনার ছবি ও দর্শকদের সমালোচনা করেছেন জয়া। তিনি বলেন, ‘আসলে বাংলাদেশের হলগুলোর খুব খারাপ অবস্থা। এ কারণে কেউ হলে যেতে চায় না। এর মধ্যেও যৌথ প্রযোজনার ছবিগুলো কতোটা চলে জানি না। বেশিরভাগই চলে না। তবে এখানেও কি সেভাবে চলে? আমার তো মনে হয় না। ’
বাণিজ্যিক ছবিতে অভিনয় প্রসঙ্গে জয়ার বক্তব্য, ‘অতো মেকআপ, অতো কস্টিউম, ওসব আমাকে দিয়ে হবে না। এক কাপড়ে গোটা ছবি করে ফেলতে পারলে সবচেয়ে খুশি হই। সাজগোজ অন্য লোকে করে, দেখতে ভালোই লাগে। আমার আর অতো কিছু করার উৎসাহ নেই। ’
এদিকে ‘বেগমজান’ পরিচালনা করছেন ‘রাজকাহিনী’র পরিচালক সৃজিত মুখার্জি। প্রযোজনা করছেন মহেশ ভাট। রিমেকে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বেগমজান চরিত্রে দেখা যাবে বিদ্যাকে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এসও/জেএইচ