শামীমা নাজনীন, নোভা ও শামীমা তুষ্টি- তিন প্রজন্মের তিন অভিনেত্রী। একই বাড়িতে বউ হিসেবে গেলেন তারা।
গল্পে দেখা যাবে, সৌদি আরব থেকে দেশে নিজ গ্রামে ফিরেছেন বাবর মিয়া। সৌদি আরবে থাকার সময় তিনি শেখদেরকে খুব খেয়াল করতেন। তার ইচ্ছে হতো সৌদির শেখদের মতো চলাফেরা করার। এ ছাড়া সৌদির শেখদের মতো তিন-চারটি বিয়ে করারও খায়েশ হয় তার। ঠিকই তিনটি বিয়ে করেন তিনি! কিন্তু তিন সতীনের ঘরে অশান্তি লেগেই থাকে।
কারণ বাবর মিয়ার প্রথম স্ত্রী কমলা সুন্দরী ছাড়া পাখি ও টুনি তাকে ভালোবাসে না। এ দুটি মেয়ের মা-বাবাকে টাকার লোভ দেখিয়ে একরকম জোরপূর্বকই বিয়ে করেছেন তিনি। শেষমেষ বাবর মিয়াকে তার কমলা সুন্দরী বোঝান- সৌদির শেখ হওয়ার জন্য তিন-চারটি বিয়ে করার দরকার হয় না।
শামীমা নাজনীন এর আগে একটি টেলিছবিতে সতীন চরিত্রে অভিনয় করলেও নোভা ও তুষ্টির জন্য এটা নতুন অভিজ্ঞতা। গত ১৭ ও ১৮ জুলাই পুরো নাটকটির দৃশ্যায়ন হয়েছে কিশোরগঞ্জে।
নোভা বাংলানিউজকে বললেন, ‘গল্পটা অনেক মজার। দর্শক হেসে কুল পাবেন না! দৃশ্যধারণের সময়ও অনেক হাসি-ঠাট্টার ব্যাপার ঘটেছে। তিন সতীনের চরিত্রে অভিনয় নিয়ে আমরা অনেক মজা করেছি। ’
‘বাবর মিয়ার হেলিকপ্টার’ লিখেছেন ও পরিচালনা করেছেন এম আর মিজান। এতে বাবর মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন কামাল হোসেন বাবর। অন্যান্য চরিত্রে আছেন ফারুক আহমেদ, সোহান খানসহ অনেকে। আসন্ন ঈদুল আজহায় বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
টিএস/জেএইচ