ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কবিগুরুর ‘মেঘের ছায়ায়’…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
কবিগুরুর ‘মেঘের ছায়ায়’…

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান তৈরি হয়েছে অ্যালবাম ‘মেঘের ছায়ায়’। গানগুলো কণ্ঠে তুলেছেন শিল্পী মকবুল হোসেন।

এটি তার নতুন একক।  বিশ্বকবির মহাপ্রয়াণ দিবস সামনে রেখে তাঁর লেখা বর্ষার গান নিয়ে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে ‘মেঘের ছায়ায়’।

গানগুলোর সংগীত পরিচালনা করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায়। এতে ১০টি গান রয়েছে।  উল্লেখযোগ্যগুলো হলো- ‘ছায়া ঘনাইয়াছে বনে বনে’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘শ্রাবণের ধারার মত’, ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’ প্রভৃতি।  

শিল্পী মকবুল হোসেন বলেন, ‘আমার দীর্ঘ দিনের ইচ্ছে ছিলো রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে একটি অ্যালবাম করার। আজ সেই স্বপ্ন সত্যি হলো। আশা করি, গানগুলো সবার ভালো লাগবে। ’ 

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।