বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ লোকে লোকারণ্য। তাদের বেশির ভাগই সারা বছর টিভি নাটক নির্মাণে সময় দেন।
শুক্রবার (২২জুলাই) সব কাজ থেকে তারা ছুটি নিয়েছেন। নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনকে ঘিরে এই উৎসব মুখর পরিবেশ।
বিভিন্ন পদে যারা প্রার্থী তাদের বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং স্বজনরাও ভিড় করছেন একাডেমির প্রাঙ্গণে।
ভোটাররা ভোট প্রদানের প্রক্রিয়া নিয়ে ব্যস্ত। সাত তলায় ৪ নম্বর কক্ষে ভোট দিয়ে নেমে আড্ডা, সেলফি আর খাওয়া-দাওয়ার আনন্দে মেতেছেন সবাই। মাঝে মধ্যে বিভিন্ন প্রার্থীর পক্ষে স্রোগানও উঠলো।
শিল্পকলা একাডেমির গাড়ি পার্কিং এলাকায় প্রচুর লোকের সমাগম হওয়ায় গরম একটু বেশি অনুভুত হচ্ছে। নির্বাচনের উত্তাপ সেটি আরও বাড়িয়ে দিয়েছে।
বেশির ভাগ নির্মাতা ও তার পক্ষের লোকজন দাঁড়িয়ে থাকছেন। তবে ভাগ ভাগ হয়ে অনেকেই বসে বিশ্রাম নিতে দেখা গেলো। গরম এড়াতে এখানে সেখানে স্ট্যান্ড ফ্যান চলছে।
ভোট প্রদানের জন্য ভোটাররা যে পথ দিয়ে ঢুকছেন সেখানে সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান, গাজী রাকায়েত ও কায়ের চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আর এস এ হক অলীক তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। ভোট দিতে এসেছেন তারিক আনাম খান, অাফসানা মিমি, তৌকীর আহমেদ, অমিতাভ রেজা, মাহফুজ আহমেদ, গিয়াসউদ্দিন সেলিম, মোস্তফা সরয়ার ফারুকীর মতো তারকা নির্মাতারা। এসেছেন অভিনয়শিল্পীরাও।
লিফটে চড়ে সাত তলায় উঠে দেখা গেলো ভোট কেন্দ্রের দরজার সামনে পুলিশি পাহারা। সামনের লাইনে দাঁড়িয়ে আছেন বেশ কয়েক জন নির্মাতা ভোটার। চারজন করে ভোটারকে ডাকা হচ্ছে ভেতরে।
ভেতরে একপাশে চারটি ব্যালট বাক্স অন্যপাশে প্রধান নির্বাচন কমিশনার ডা. ইনামুল হক এবং দুই কমিশনার এস. এম মহসীন ও খাইরুল আলম সবুজ।
ভোটারদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য আলাদা চারটি কক্ষ আছে। ভোটাররা একে একে বেশ আনন্দ নিয়ে ভোট দিয়ে বেরুচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘন্টা, জুলাই ২২, ২০১৬
জেএইচ/টিএস/এসও