ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতের জাতীয় সংগীত গাইলেন সানি (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
ভারতের জাতীয় সংগীত গাইলেন সানি (ভিডিও) সানি লিওন

বিভিন্ন আসরে কিংবা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ম্যাচের আগে জাতীয় সংগীত গাওয়ার বিষয়টি এখন প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে। সাধারণত জনপ্রিয় তারকারাই এ কাজটি বেশি করে থাকেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) মু্ম্বাইয়ে প্রো কাবাডি লিগের একটি ম্যাচের আগে ভারতের জাতীয় সংগীত গাইলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এ বিষয়ে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এটি আমার জীবনে গর্বের একটি মুহূর্ত। আমি কখনও কল্পনা করিনি জাতীয় সংগীত গাইবো। নিজেকে খুব সম্মানিত বোধ করছি। তবে সেই মুহূর্তটিতে খুব নার্ভাস ছিলাম। ’  

‘জিসম টু’খ্যাত এই তারকা আরও বলেন, ‘আমি আমার দল ও স্বামীকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই। কেনন‍া তারা আমাকে সঠিকভাবে জাতীয় সংগীতটি গাইতে শিখিয়েছেন। ’

মজা করে সানি আরও বলেন, ‘আমার বাবা সবসময় আমাকে কাবাডি খেলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমার দ্বারা সেটি সম্ভব হয়ে উঠেনি। এ কারণে এই খেলাটির প্রতি আমার দুর্বলতা রয়েছে। ’   

এর আগে ভারতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের জাতীয় সংগীত গেয়েছিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। এছাড়া প্রো কাবাডি লিগের উদ্বোধনীতে জাতীয় সংগীত গাওয়ার সুযোগ পান জনপ্রিয় কমেডিয়ান তারকা কপিল শর্মা।

* সানির জাতীয় সংগীত গাওয়ার ভিডিও :

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।