মুক্তির প্রথম দিনেই ২৫০ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়লো ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘কাবালি’। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ খবরই প্রকাশিত হচ্ছে।
গত ২২ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। আর প্রথম দিনে সারাবিশ্বে এটি আয় করেছে ফেলেছে ২৫০ কোটি রুপি। এর মধ্যে তামিলনাড়ুর বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে এর আয় হয়েছে ১০০ কোটি রুপি। বাকি দেড়শ কোটি রুপি এসেছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে।
সারাবিশ্বের আট থেকে দশ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কাবালি’। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ৪৮০টি, মালয়েশিয়ার ৪৯০ এবং উপসাগরীয় দেশগুলোর ৫০০টি প্রেক্ষাগৃহ। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, হল্যান্ড, সুইডেন, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ায়ও মুক্তি পেয়েছে ‘কাবালি’।
পা রঞ্জিত পরিচালিত ছবিটিতে রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এটি প্রযোজনা করেছেন কালাইপুরি এস থানু। তার দাবি, ভারতের কোনো অভিনেতার ছবি প্রথম দিনে এতো আয়ের রেকর্ড নেই। এতেই বোঝা যায় সুপারস্টার একজনই, তিনি হলেন রজনীকান্ত। ’
বাংলাদেশ সময: ১৫০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ