ভারতের বাংলা ছবির বেশ কয়েকজন অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। এ তালিকায় এবার যুক্ত হলো কলকাতার উঠতি অভিনেত্রী পায়েল মুখার্জির নাম।
রোববার (২৪ জুলাই) ঢাকার একটি অভিজাত হোটেলে ছবিটির মহরতে অংশ নিতে কলকাতা থেকে উড়াল দিয়ে এসেছেন পায়েল। এখানে তিনি বলেন, ‘ঢাকায় এতো ভালোবাসা পাচ্ছি যে এক মুহূর্তের জন্যও মনে হয়নি অন্য দেশে আছি। সবাই সহযোগিতা করছেন। দুই পরিচালককে ধন্যবাদ দিতে চাই আমাকে নেওয়ার জন্য। তারা দারুণভাবে গল্প আর চিত্রনাট্য সাজিয়েছেন। ’
‘শ্যাওলা’ ছবিতে দেখানো হবে একটি মেয়ের পথচলা। প্রতি পদক্ষেপে কীভাবে জীবনই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সেটাই দেখানো হবে জানিয়ে পায়েল বলেছেন, প্রতিবন্ধকতা সত্ত্বেও যে মেয়েরা চলতে পারে, মেয়েদেরকে যে এখনও অন্যায়-অবিচার মেনে পথ চলতে হয়, এই ছবি দেখে এসব ব্যাপারে কিছু লোকও যদি সচেতন হয় তাহলেই মনে করবো আমরা সফল হয়েছি। ’
এর আগে ফেরদৌস বলেন, ‘আমাদের পুরুষশাসিত সমাজে প্রায়ই দেখা যায়, আমরা ছেলেরা নিজেদের দোষ মেয়েদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। পুত্রসন্তান না হলে প্রথমেই বলা হয় মায়ের দোষ। আসলে দোষ কার তা খতিয়ে দেখার ব্যাপারটাই পুরো ছবিতে দেখানো হবে। বাংলাদেশের কিছু কুসংস্কারকে তুলে ধরে সচেতনতা বৃদ্ধির সার্বিক প্রয়াস থাকবে আমাদের। ’
অনুষ্ঠানে শুরুতে কাওয়ালি গান পরিবেশন করেন নাদিম কাওয়াল। এ সময় ফেরদৌস-পায়েলের পাশাপাশি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক খোরশেদ আলম খসরু, দুই লন্ডন প্রবাসী প্রযোজক মোহাম্মদ রাজ ও বাবুল আক্তার ববি।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেএইচ