জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসম্ভার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই বাড়ি নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র ‘ধানমন্ডি ৩২- অ্যা হোল্ডিং আইডেন্টিটি অব অ্যা ন্যাশন স্টেট’।
৩০ মিনিট ব্যাপ্তির তথ্যচিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। তিনি বাংলানিউজকে বললেন, ‘গত বছরের ডিসেম্বরের প্রথম দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে এটি নির্মাণের অনুমতিপত্র পাই। আমাকে তথ্যচিত্রটির চিত্রনাট্য দেখাতে হয়েছিলো। ’
জাতির পিতার আপন ঠিকানা ও তার যাপিত জীবনের নানা চড়াই-উৎরাইয়ের গল্পসহ এই তথ্যচিত্রে থাকছে এ বাড়ির চৌকাঠ মাড়িয়ে ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে যাওয়া এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মাধ্যমে এক অনন্য মুজিবের বেরিয়ে আসার ঘটনাপ্রবাহসহ ১৫ আগস্ট রাতের সেই মর্মান্তিক ঘটনার রূপরেখা।
সম্প্রতি ধানমন্ডিতে তথ্যচিত্রটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এটি গবেষণার কাজ করছেন পাঁচজনের একটি দল। এতে প্রধান চিত্রগ্রাহক হিসেবে আছেন আজহার হক।
তুহিন আরও বললেন, ‘গত মাসে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরপর দুই দিন তথ্যচিত্রের দৃশ্যধারণ করেছি। এ ছাড়া হাওড় এলাকায়ও কাজ করেছি। বর্তমানে তথ্যচিত্রটির কিছু গ্রাফিক্সের কাজে ব্যস্ত আছি। বাকি অংশের চিত্রায়ন করতে ঈদের পর টুঙ্গিপাড়ায় যাবো। ’
তথ্যচিত্রটির কাজ শেষ হওয়া প্রসঙ্গে তুহিন জানান, আগামী আগস্টের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও সম্পাদনার জন্য একটু বিলম্ব হবে। অক্টোবরে এটি মুক্তি পেতে পারে।
এদিকে তথ্যচিত্রে অভিনয়ের জন্য বেশকিছু মুখের সন্ধান চলছে। এমন শিল্পীদের প্রাধান্য দেওয়া হবে যারা মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ২২, ২০১৬
জেএমএস/এসও