সাংসদদের সঙ্গে লড়াই করলেন বলিউড তারকারা। তবে সংসদে নয়, প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হন তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ক্লিন ইন্ডিয়া’ অভিযান ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
বলিউড একাদশে ছিলেন রণবীর কাপুর, অভিষেক বচ্চন, দিনো মোরেয়া, করণ ওহায়ি, কার্তিক আরিয়ান, নিশান্ত, শচীন জোশি, করণ মেহরা, মার্ক রবিনসন, রোহান শ্রেষ্ঠ, সাবির আলুওলিয়া, বিক্রম থাপা, রাজ কুন্দ্রা, অ্যান্টনি পেকোরা ও বান্টি ওয়ালিয়া।
অন্যদিকে সংসদ একাদশে অংশ নেন বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, পারভজে বর্মা, রাহুল কাসওয়ান, হরিশ মিনা, অনুপম হাজরা, রামমোহন নাইডু, দুস্মন্ত ছাতুওয়ালা, সঞ্জীব বলিয়ান, রাম চরিত নিশাত, ভোলা সিং, সতীশ গৌতম, পুস্পেন্দ্র সিং চান্দেল, কমলেশ পাসওয়ান, অশোক ডোরে, আনশুল বর্মা ও তেজ প্রতাপ সিং যাদব।
ভারতের যোগব্যায়ামের গুরু বাবা রামদেবকেও মাঠে ফুটবল নিয়ে প্রতিযোগিতা করতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেএইচ