ঢাকা: শিল্পী গুলজার হোসেন উজ্জ্বলের প্রথম একক অ্যালবাম ‘কী সুর বাজে’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব শনিবার সন্ধ্যায় ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সুরের মেলা’র পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দশটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।
‘কী সুর বাজে’-এর মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান বংশীবাদন শিল্পী উস্তাদ আজিজুল ইসলাম, অধ্যাপক এবিএম খুরশীদ আলম, সঙ্গীতপ্রেমী গোলাম ফারুক, শিল্প সমালোচক ও প্রসঙ্গ নজরুল সঙ্গীতের (প্রনস) অ্যাডমিন রফিক সুলায়মান এবং সঙ্গীত পরিচালক অজয় মিত্র।
শিল্পীর স্ত্রী ডার্মাটোলজিস্ট সাদিয়া তাবাসসুমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করেন সঙ্গীত বিষয়ক অনলাইন গ্রুপ প্রনস ও ইউটিউব চ্যানেল এইচ আর চ্যানেল। মোড়ক উন্মোচন শেষে শিল্পী উজ্জ্বল অ্যালবাম থেকে কয়েকটি গান গেয়ে শোনান। সেই সাথে দুটো নজরুল সঙ্গীতও শোনান।
অন্যান্যের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মইদুল ইসলাম, পূজন দাস, নাহীদ মোমেন, শিরিন আখতার চন্দনা, অসীম বাইন, সৈয়দা রিফাত সুলতানা, নাসরীন, ফেরদৌসী কাকলী, সাহস মোস্তাফিজ ও গানকবি। অনুষ্ঠানে আগত অতিথিরা শিল্পীর গায়কীর প্রশংসা করেন। রবীন্দ্রনাথের গানে ভাব প্রকাশের ক্ষেত্রে উজ্জ্বল নিজস্বতার ছাপ রাখতে পেরেছেন বলে তারা জানান।
গুলজার হোসেন উজ্জ্বল পেশায় চিকিৎসক। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমোটোলজি বিভাগে এমডি, গবেষণা পর্বে কর্মরত।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেডএম/