ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরচুলায় মুখ ঢেকে রাখা গায়িকার সময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
পরচুলায় মুখ ঢেকে রাখা গায়িকার সময়

গায়ক ড্রেকের কাছ থেকে বিলবোর্ড হট হান্ড্রেড চার্টের সিংহাসন কেড়ে নিলেন অস্ট্রেলীয় গায়িকা সিয়া! জ্যামাইকার রেগে শিল্পী শন পলের ফিচারিংয়ে তার গাওয়া ‘চিপ থ্রিলস’ এ সপ্তাহে তিন নম্বর থেকে উঠে এসেছে শীর্ষে। দশ সপ্তাহ এই চার্টে রাজত্ব করেছে উইজকিড ও কাইলা ফিচারিংয়ে ড্রেকের ‘ওয়ান ড্যান্স’।

 

গায়িকা হিসেবে এবারই বিলবোর্ড হট হান্ড্রেড চার্টের এক নম্বরে বসার স্বাদ পেলেন সিয়া। অবশ্য ২০১২ সালে যৌথভাবে তার লেখা রিয়ান্নার  ‘ডায়মন্ডস’ তিন সপ্তাহ শীর্ষে ছিলো। মজার বিষয় হলো, ‘চিপ থ্রিলস’ গানটি নিজের ‘অ্যান্টি’ অ্যালবামের জন্য গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন রিয়ান্না। কিন্তু সিয়ার ভাগ্য তিনি তা ফিরিয়ে দিয়েছেন!

অন্যদিকে ‘চিপ থ্রিলস’-এর সুবাদে দশ বছর পর শীর্ষে উঠলেন শন পল। এর আগে আরও তিনবার তার কাজ করা গান এক নম্বরে ছিলো। সেগুলো হলো- ‘গেট বিজি’ (তিন সপ্তাহ, ২০০৩), ‘বেবি বয়’ (নয় সপ্তাহ, ২০০৩) ও পলের নিজের গাওয়া ‘টেম্পারেচার’ (এক সপ্তাহ, ২০০৬)।  

‘চিপ থ্রিলস’ বাজারে এনেছে মাঙ্কি পাজল/আরসিএ রেকর্ডস। এটি সিয়ার অ্যালবাম ‘দিস ইজ অ্যাক্টিং’-এর গান। বিলবোর্ডে হট হান্ড্রেড চার্টের ইতিহাসে (১৯৫৮ সালের ৪ আগস্ট থেকে) শীর্ষে ওঠা ১ হাজার ৫৬তম গান এটি।  

৪০ পেরোনো গায়িকাদের মধ্যে সিয়া তৃতীয় জন যার গান এই চার্টের শীর্ষে উঠলো। এর আগে ১৯৯৯ সালে ৫২ বছর বয়সে চেরের ‘বিলিভ’ ও ২০০০ সালে ৪২ বছরে ম্যাডোনার ‘মিউজিক’ চার সপ্তাহ করে রাজত্ব করেছে।  

বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে ঢোকার ২৩ সপ্তাহ পর এক নম্বরে যেতে পারলো ‘চিপ থ্রিলস’। পপ সংস চার্টেও দুই নম্বর থেকে শীর্ষে উঠেছে এটি। এ ছাড়া বিলবোর্ড ইউএস ড্যান্স ক্লাব সংস ও বিলবোর্ড ইউএস মেইনস্ট্রিম টপ ফর্টি চার্টে এক নম্বরে আছে ‘চিপ থ্রিলস’।  

শুধু আমেরিকা নয়; অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইসরায়েল, লুক্সেমবার্গ, পর্তুগাল, রোমানিকা, স্কটল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড আর ভেনেজুয়েলায়ও শীর্ষে আছে গানটি।  

সিয়ার পুরো নাম সিয়া কেট ইসোবেলে ফারলার। মজার বিষয় হলো, ‘চিপ থ্রিলস’-এর ভিডিওতে  পরচুলা পরে মুখ ঢেকে রেখেছেন তিনি। এর কারণ তিনি নাকি বিখ্যাত হতে চান না! তবে ব্যক্তি হিসেবে তিনি লাজুক নন। আড্ডা দিলে এক মিনিটে গড়গড় করে এক মাইল কথা বলে ফেলেন। তার বুদ্ধিমত্তার প্রশংসাও করেন সবাই।

সিয়া সাধারণ পপ ইলেক্ট্রো পপ, ইন্ডি পপ, ট্রিপ হপ ও অ্যাসিড জ্যাজ ঘরানার গান করেন। তার প্রকাশিত অন্য অ্যালবামগুলো হলো- অনলি সি (১৯৯৭), হিলিং ইজ ডিফিকাল্ট (২০০১), কালার দ্য স্মল ওয়ান (২০০৪), সাম পিপল হ্যাভ রিয়েল প্রবলেমস (২০০৮), উই আর বর্ন (২০১০), থাউজেন্ড ফর্মস অব ফিয়ার (২০১৪)।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।