অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদের সঙ্গে তর্কের জের ধরে তীরন্দাজের নাট্যকর্মী দীপক সুমনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। নাট্যদলটির প্রধাণ সম্পাদক তাপস কুমার মৃধা এই তথ্য জানিয়েছেন।
তীরন্দাজের পক্ষে তাপস কুমার মৃধা বলেন, ‘একুশ পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সংগঠক নাট্যজন মামুনুর রশীদকে নিয়ে মিডিয়ার সামনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্ত্বরে অশালীন বক্তব্য প্রদান করায় তীরন্দাজ নাট্যদলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পাশাপাশি মামুনুর রশিদের সঙ্গে দীপক সুমনের এই জঘন্য আচরনে তীরন্দার নাট্যদল লজ্জিত ও ক্ষমা প্রার্থনা করছে নাট্যজন মামুনুর রশীদের কাছে। তীরন্দাজ নাট্যদল জোরালো ভাবে ঘোষনা করছে যে, অসৌজন্যমূলক আচরন, উগ্রতা, অশ্রাব্য-অশালীন বক্তব্য প্রদানকে বিকৃত মস্তিষ্কের কর্মকাণ্ড। তাই তীরন্দাজ নাট্যদলের অতিথি নির্দেশক ও অভিনয়শিল্পী দীপক সুমন ও মিতালী দাশকে তীরন্দাজ নাট্যদল থেকে আজীবনের জন্য বহিস্কার ও অবাঞ্চিত ঘোষণা করা হলো’।
তাপস আরও জানান, এই ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন করবে তীরন্দাজ।
সম্প্রতি তীরন্দাজের একটি নাটক মঞ্চায়ন ও সুন্দরবন ইস্যুতে ‘বাহাস’কে কেন্দ্র করে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা আসে। এরই প্রেক্ষিতে মামুনুর রশীদের সঙ্গে তর্কে জরিয়ে পড়েন দীপক সুমন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। পাল্টা বক্তব্যও দেন দু’জন। এ নিয়ে নাট্যপাড়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। এবার ঘটলো বহিস্কারের ঘটনা। এর আগে মামুনুর রশীদের আরণ্যক নাট্যদল থেকেও বের করে দেওয়া হয় দীপক সুমনকে।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এসও/টিএস