এফডিসি : আইনি জটিলতা পেরিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে ঠিকই মুক্তি পেলো ভারতের বাংলা ছবি ‘কেলোর কীর্তি’। এর প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট শীর্ষ সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, পরিচালক আমজাদ হোসেন, সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির নেতা ওমর সানি, নায়ক রুবেল ও জায়েদ খানের নেতৃত্বে এরপর সবাই রওনা দেন জাতীয় প্রেস ক্লাবের দিকে। এর মধ্যে আছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র অ্যাকশন গ্রুপ ও সিডাবের নেতাকর্মীরা।
চুক্তির নিয়ম যথাযথভাবে মানা হয়নি বলে ‘কেলোর কীর্তি’র প্রদর্শন বন্ধের নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই এসএফ ফিল্মসের প্রযোজক শরীফ হোসেন আদালতে রিট আবেদন করেন। এর পরদিন আদালত ছবিটির প্রদর্শনের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন। পাশাপাশি এটি প্রদর্শন করা কেনো অবৈধ হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন। এ আদেশ স্থগিত চেয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। ফলে বাংলাদেশে ভারতের বাংলা ছবিটির মুক্তি ও প্রেক্ষাগৃহে প্রদর্শনে কোনো বাধা নেই।
ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স আর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এবং শাহীন, পূরবী ও আজাদসহ দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজা চন্দ পরিচালিত ‘কেলোর কীর্তি’। এতে অভিনয় করেছেন দেব, যিশু সেনগুপ্ত, অঙ্কুশ, মিমি চক্রবর্তী, নুসরাত প্রমুখ।
বাংলাদেশ সময় : ১২১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এসও/জেএইচ