ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুবিধাবঞ্চিত মেয়েদেরকে কম্পিউটার দিলেন বিবেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
সুবিধাবঞ্চিত মেয়েদেরকে কম্পিউটার দিলেন বিবেক বিবেক ওবেরয়

বলিউড অভিনেতা বিবেক ওবেরয় রক্তদান, দৃষ্টিদানের অঙ্গীকারসহ বেশকিছু মহতি উদ্যোগে যুক্ত হয়েছেন। এ ধরনের উদ্যোগ নিয়ে বরাবরই বলিষ্ঠ ভূমিকা রাখেন তিনি।

আবার এমন একটি পদক্ষেপ নিলেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা।

আগ্রার ৫০ কিলোমিটার উত্তরে মাথুরার বেশকিছু সুবিধাবঞ্চিত মেয়েদেরকে বিনামূল্যে কম্পিউটার দিয়েছেন বিবেক। তাদেরকে পড়াশোনায় উত্সাহিত করতেই তার এই উদ্যোগ। জীবনে লক্ষ্য স্থির করা মেয়েদের জন্য কিছু না কিছু অবদান রাখতে চান তিনি।

ভারতের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিবেক মন্তব্য করেন, মেয়েদেরকে তাদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করা অপরিহার্য। উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তাদেরকে সহযোগিতার জন্য সব করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।