ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অমিতাভের বাড়ির দেয়াল টপকে গ্রেফতার অন্ধভক্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
অমিতাভের বাড়ির দেয়াল টপকে গ্রেফতার অন্ধভক্ত অমিতাভ বচ্চন

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের জলসা বাংলোতে দেয়াল টপকে ঢুকে পড়ায় ভারতে মুম্বাইয়ের জুহু পুলিশ ২৩ বছর বয়সী এক বিহারি বাসিন্দাকে গ্রেফতার করেছে। গত ৩১ জুলাই দুপুরে এ ঘটনা ঘটে।

সন্দেহভাজন ব্যক্তির নাম বুলেট বানওয়ারিলাল যাদব। পেশায় কণ্ঠশিল্পী। জিজ্ঞাসাবাদের সময় যাদব জানান, ৭৩ বছর বয়সী বিগ বিকে ভোজপুরি গান গেয়ে শোনানোর লক্ষ্যপূরণের জন্যই এ অপরাধ করেছেন তিনি। ‘শোলে’ তারকার সঙ্গে দেখা করতে পুনে থেকে মুম্বাই এসেছেন এই তরুণ।

জুহু থানার এক পুলিশ কর্মকর্তা জানান, অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাতের জন্য পাঁচ দিন ধরে চেষ্টা করছিলেন যাদব। শেষমেষ জলসার কাঁটাতার টপকে ঢুকে পড়েন তিনি। কিন্তু তাকে দেখে ফেলে বাড়ির রাঁধুনি। তৎক্ষণাৎ নিরাপত্তা কর্মীদের ডেকে পুলিশে খবর দেন তিনি। যাদবকে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭ ধারায় (ঘরে অনধিকার প্রবেশ) গ্রেফতার করা হয়। খবর দ্য ডেক্কান ক্রনিকল।

৩১ জুলাই ছিলো রোববার। সপ্তাহের এই দিনে ভক্তদের সঙ্গে দেখা করার জন্য জলসার সামনে এসে হাজির হন অমিতাভ। এই সুযোগই কাজে লাগানোর চেষ্টা করেছিলেন ওই বিহারি শিল্পী।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।