ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘রিও অলিম্পিক ২০১৬’ টিভিতে সরাসরি 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
‘রিও অলিম্পিক ২০১৬’ টিভিতে সরাসরি 

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক নিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রয়েছে ব্যাপক আগ্রহ। অন্যবারের মতো ব্রাজিলে চলমান রিও অলিম্পিকের প্রতিযোগিতাগুলো বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষ গভীর আগ্রহ নিয়ে দেখার অপেক্ষায় আছে।

 

বাংলাদেশের প্রতিযোগীরা অংশ নেওয়ায় এই আগ্রহ আরও বেড়েছে নিঃসন্দেহে। তাই গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) ‘রিও অলিম্পিক ২০১৬’-এর খেলা সরাসরি সম্প্রচার করছে।  চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত।

পাশাপাশি চ্যানেলটিতে থাকবে অলিম্পিক নিয়ে একাধিক অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ৮টায় ‘অলিম্পিক হাইলাইটস’, বিকেল ৩টায় ‘অলিম্পিক এক্সট্রা’ এবং সন্ধ্যা ৬টায় প্রচার হবে ‘অলিম্পিক ম্যানিয়া’।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।