ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পৌরাণিক চরিত্রে তারিক আনাম খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
পৌরাণিক চরিত্রে তারিক আনাম খান তারিক আনাম খান

গ্রিক পুরাণের কাল্পনিক চরিত্র প্রমিথিউসের ছায়ামানব সেজেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। ‘হিউমেরাস’ নাটকে তাকে পাওয়া যাবে এমন চরিত্রে।

 

গল্পটি মূলত প্রমিথিউসের সৃষ্ট মানুষজাতিকে কেন্দ্র করে। প্রমিথিউসের ছায়ামানব এক রাতের জন্য ঢাকা শহরে আসেন। কিন্তু এখানে এসে তার মন খারাপ হয়ে যায়। কেননা রাজ্যের অসঙ্গতি, অনিয়ম, অবিচার, হানাহানি এসব নিয়ে ব্যস্ত ঢাকার মানুষ। তাহলে কি তার ১৩ হাজার বছরের এই আত্মত্যাগ বিলীনের পথে? তার ধারণা, মানসিকভাবে অসুখী ব্যক্তিগুলো সাময়িক সুখের জন্য অপরাধমূলক কর্মকান্ড করছে। এসব মানুষকে জগত থেকে চিরতরে সরিয়ে দিলে অন্যরা ভালো থাকবে।

‘হিউমেরাস’-এর গুরুত্বপূর্ণ চরিত্র সাহিত্যিক শুভ চৌধুরীর ভূমিকায় থাকছেন শহীদুজ্জামান সেলিম। তিনি মানসিকভাবে অসুখী মানুষের দলে। ঘরে স্ত্রী থাকা স্বত্ত্বেও রক্ষিতার সঙ্গে অবৈধ মেলামেশা তার। দুঃখ ভুলতে মদ্যপান করেন প্রতিদিন। সে রাতে হঠাৎই তিনি ছায়ামানবের সামনে পড়েন। কী ঘটলো শুভ চৌধুরীর ভাগ্যে? জবাব মিলবে ‘হিউমেরাস’ নাটকে।

সোলায়মান জুয়েলের রচনা ও পরিচালনায় এর দৃশ্যধারণ হবে আগামী ২৮ ও ২৯ আগস্ট। নাটকটিতে আরও অভিনয় করবেন প্রিয়া আমান, বিথী রানী সরকার ও নাবিলা ইসলাম। আসন্ন ঈদুল আজহায় দেখা যাবে নাটকটি।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
জেএমএস/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।