পরিচালনায় অভিষেক হচ্ছে অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসনের। মুক্ত কমেডি ছবি ‘ইউনিকর্ন স্টোর’ বানাবেন ২৬ বছর বয়সী এই তারকা।
সামান্থা ম্যাকিনটাইয়ারের লেখা মৌলিক চিত্রনাট্য নিয়ে তৈরি হবে ছবিটি। এর গল্প কিট নামের এক নারীকে ঘিরে। মা-বাবার কাছে ফেরার পর এক দোকান থেকে রহস্যময় আমন্ত্রণ পায় সে। তার কাছে বেড়ে ওঠার অর্থ জানতে চাওয়া হয়!
শোনা যাচ্ছিলো, ছবিটি পরিচালনা করবেন মিগুয়েল আর্টেটা। আর এতে অভিনয়ের কথা ছিলো হলিউড অভিনেত্রী রেবেল উইলসনের। কিন্তু ব্যাটে-বলে মেলেনি।
ব্রি লারসন এর আগে ‘দ্য আর্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে সহ-লেখক ও সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০১২ সালে সানডেন্স চলচ্চিত্র উৎসবে এটি জুরি প্রাইজ জেতে।
এদিকে ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে অভিনয়ের প্রস্তুতি শুরু করেছেন ব্রি লারসন। এখন তো তিনি রীতিমতো গবেষণা করছেন বলা যায়। কিছুদিন কমিক-কনে তাকে এ চরিত্রে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ক্যারল ড্যানভার্স চরিত্রে অভিনয়ের জন্য নিজের প্রস্তুতি নেওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ব্রি। এতে দেখা যাচ্ছে, একটি সোফার ওপর ক্যাপ্টেন মার্ভেলের পোশাক পরে আরামে কেলি সু ডিকনিক ও ডেভিড লোপেজের লেখা ‘ক্যাপ্টেন মার্ভেল, ভলিউম. ওয়ান: হাইয়ার, ফার্দার, ফাস্টার, মোর’ পড়ছেন তিনি।
ক্যারল হলো বিমানবাহিনীর বৈমানিক। তার মধ্যে অতিমানবীয় ক্ষমতাও আছে। সে অর্ধেক মানুষ, অর্ধেক এলিয়েন। ছবিটি কে পরিচালনা করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। ‘ক্যাপ্টেন মার্ভেল’ মুক্তি পাবে ২০১৯ সালে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
জেএইচ