ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন তরুণের ‘শতেক ভুল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
তিন তরুণের ‘শতেক ভুল’ (বাঁ থেকে) মিনার, সভ্যতা ও তানজীব

এ সময়ের তিন তরুণ সংগীতশিল্পী মিনার, সভ্যতা ও তানজীবের গান প্রথমবার একই অ্যালবামে প্রকাশ হচ্ছে। নাম ‘শতেক ভুল’।

জয় শাহরিয়ারের সুর-সংগীতে তৈরি হয়েছে অ্যালবামটি। তার সুরে গান গাওয়া প্রসঙ্গে মিনার বলেন, ‘তিনি আমার কাছের একজন। অথচ এতো বছর একসঙ্গে কোনো গান করিনি আমরা। অবশেষে তা হলো। ’

‘শতেক ভুল’ প্রসঙ্গে জয় বলেন, ‘মিনার, সভ্যতা ও তানজীব আমার ভাইবোনের মতো। ওদের জন্য এবারই প্রথম গান করলাম। খুব আরাম পেয়েছি কাজটি করে। এ ধরনের কাজ সচরাচর হয় না। ’

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি অ্যালবামটি ছাড়বে জিপি মিউজিক অ্যাপসে। ঈদের আগেই সিডি আকারেও প্রকাশ হবে ‘শতেক ভুল’। এর সব গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।