ভারতের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়কের মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনির জীবন অবলম্বনে তৈরি হলো ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’। গত ৯ আগস্ট এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠান হয়েছে জালান্ধারের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে।
এ সময় ছিলো ৩৫ হাজার সাধারণ মানুষ। এতো বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে সাম্প্রতিক সময়ে বলিউডের কোনো ছবির ট্রেলার প্রকাশ হয়নি।
ট্রেলার উন্মোচনের জন্য জালান্ধার শহরকে বেছে নেওয়া প্রসঙ্গে ধোনি বলেন, ‘উদ্দেশ্য তো একটা আছেই। আমরা যেসব ক্রিকেট ব্যাট দিয়ে খেলি, সেগুলো তৈরির জন্য জালান্ধার বিখ্যাত। ছবিতেও এখানে তৈরি করা ব্যাট দেখানো হয়েছে। ’
কলেজের শিক্ষার্থীদের চাহিদা থাকায় ভারতীয় কাপ্তানকে তার প্রিয় ‘হেলিকপ্টার’ শট দেখাতে হয়েছে। ধোনি জানান, ফুটবলার ও ট্রেনের টিটি থেকে সফল ক্রিকেটার হয়ে ওঠার পথে তার সংগ্রামের সত্যি গল্প দেখা যাবে এ ছবিতে।
‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ধোনির মতো তিনিও দিল্লির ডিএভি পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র। তাই জালান্ধারের পর বৃহস্পতিবার (১১ আগস্ট) সেখানে ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন দুই অঙ্গনের এ দুই তারকা। এরপর তারা যাবেন মুম্বাইয়ে।
ছবিটিতে সুশান্তর অভিনয়ের প্রশংসা করেন ভারতের ওয়ানডে অধিনায়ক। ছবিটির পরিচালক নীরাজ পান্ডে বলেন, ‘ধোনিকে তার কাঠখড় পোড়ানোর সময় থেকেই চিনি। এতো সাফল্য অর্জনের পরেও তার মতো এতো নম্র মানুষ বিরল। ধোনির সঙ্গে সাক্ষাৎ করে ছবিটি বানানোর ইচ্ছা প্রকাশ করি। তিনি অল্প সময়ে সম্মতি জানিয়েছেন। ’
‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’তে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, দিশা পাতানি, ভূমিকা চাওলা, অনুপম খের, হেরি ত্যাঙ্গরি প্রমুখ। ফক্স স্টার স্টুডিওস ছবিটি মুক্তি দেবে আগামী ৩০ সেপ্টেম্বর।
বাংলাদেশ সময় : ১১৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জেএইচ