অভিনেত্রী মৌসুমী হামিদের একটা স্কুটি আছে। সময় পেলে মাঝে মধ্যে সেটা চালিয়ে ঢাকা শহর ঘুরে বেড়ান তিনি।
শখে চালানো ছাড়াও দু’একটি নাটকের প্রয়োজনে স্কুটি চালিয়েছেন মৌসুমী হামিদ। এবার তিনি চালালেন ‘বাদাম সুতোর টান’-এর জন্য। এটা তারই স্কুটি। নাটকটির বেশ কয়েকটি দৃশ্যে তাকে এটি চালাতে দেখা যাবে।
গল্পে মৌসুমী হামিদের চরিত্রের নাম রুপু। সে একটু দুষ্টু প্রকৃতির। যখন যা ইচ্ছে হয় তা করে বসে। একসময় সাদির সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে তারা প্রেমে পড়ে। এভাবেই এগিয়ে যায় রোমান্টিক ও দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। সম্প্রতি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফুট সড়ক সংলগ্ন জায়গা ও উত্তরার একটি শুটিং হাউজে নাটকের দৃশ্যায়ন হয়েছে।
‘বাদাম সুতোর টান’ প্রসঙ্গে মৌসুমী হামিদ বাংলানিউজকে বললেন, ‘অনেকদিন পর অন্যরকম আনন্দ নিয়ে নাটকের কাজ করেছি। নিজের স্কুটি চালিয়েছি। অপূর্ব ভাইও আমার বাহন চালিয়েছেন। আমি তখন তার সওয়ার হয়েছি। ’
‘বাদাম সুতোর টান’ লিখেছেন দয়াল সাহা। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি একটি টিভি চ্যানেলের জন্য তৈরি হলো নাটক ‘বাদাম সুতোর টান’।
এদিকে, সম্প্রতি পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে গিয়েছিলেন মৌসুমী হামিদ। অভিনয়ের পাশাপাশি ঘুরেও বেড়িয়েছেন সেখানে। ঈদের জন্য সামনে কয়েকটি নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া সুমন আনোয়ারের ধারাবাহিক নাটক ‘স্বর্ণলতা’র কাজও আছে হাতে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জেএমএস/জেএইচ