স্যালুট দিলেন মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সামরিক কায়দায় তার এই অভিবাদন জানানো মন কাড়লো দর্শকদের।
শুক্রবার (১২ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মৌকে এভাবে পাওয়া গেলো। বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসংগীত ‘চল চল চল’ গানের তালে সমবেত নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে মৌ তার দল নিয়ে নেচেছেন, নৃত্য পরিচালনাও তারই। জনপ্রিয় এই নৃত্যশিল্পীর এমন পরিবেশনা প্রশংসিত হয়েছে। বিশেষ করে সামরিক পোশাকে তার উপস্থিতি ছিলো দৃষ্টিনন্দন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সব জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ‘জঙ্গীবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে ছিলো এই আয়োজন। এখানে নাচ, গান, কবিকণ্ঠে কবিতা পাঠ ছাড়াও ছিলো তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’ এবং আবু সাইয়ীদ পরিচালিত ‘অপেক্ষা’ ছবির প্রদর্শনী।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
জেএইচ