ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লুলিয়াকে নিয়ে দালাই লামার কাছে সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
লুলিয়াকে নিয়ে দালাই লামার কাছে সালমান

কাশ্মিরের লাদাখে কবির খানের পরিচালনায় ‘টিউবলাইট’ ছবির কাজ করছেন বলিউড সুপারস্টার সালমান খান। ব্যস্ততার ফাঁকে কিছু সময় পেয়েছিলেন তিনি।

এই সুযোগে তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। একা নন, তার সঙ্গে ছিলেন কথিত প্রেমিকা লুলিয়া ভানটুর।  

বিশ্বশান্তি ও অন্যান্য বিষয়ে নিয়ে দালাই লামার সঙ্গে সালমানের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। কিংবদন্তি আধ্যাত্মিক নেতার সঙ্গে ৫০ বছর বয়সী এই অভিনেতা কথাবার্তা ও হাসিখুশি সময় কাটিয়েছেন। দালাই লামার সঙ্গে বসে সালমান ও লুলিয়ার কথোপকথনের স্থিরচিত্র এরই মধ্যে ভাইরাল হয়েছে। আলোচনার সময় দালাই লামার কয়েকজন সহযোগীও ছিলেন।  

বেশ কিছুদিন ধরে গুঞ্জন রয়েছে, সালমান ও লুলিয়া চলতি বছরের শেষ প্রান্তে বিয়ে করবেন। ধারণা করা হচ্ছে, আসন্ন বিয়ের জন্য দালাই লামার আশীর্বাদ পেয়েছেন তারা। তাদের একসঙ্গে কথা বলা ও ছবি তোলা বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

১৯৫৯ সালে তিব্বত থেকে পালিয়ে যান দালাই লামা। চীন মনে করে, তিনি তিব্বতে হিমালয়ের দিককার অংশটুকু চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করতে চান। তিব্বতের স্বাধীনতা আন্দোলনের নেতা হিসেবেও পরিচিত তিনি। তার আন্তর্জাতিক সব বৈঠকের মূল উদ্দেশ্য তিব্বতের স্বাধীনতার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া— এমনটাই মনে করে চীন।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।