ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্রের সংগীত পরিচালনায় চিরকুটের পিন্টু

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
চলচ্চিত্রের সংগীত পরিচালনায় চিরকুটের পিন্টু পিন্টু ঘোষ

চিরকুট ব্যান্ডের সংগীতশিল্পী পিন্টু ঘোষের অভিষেক হলো চলচ্চিত্রের সংগীত পরিচালনায়। তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’র দুটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন তিনি।

 

গান দুটি লিখেছেন পরিচালক তৌকীর নিজেই। ‘অজ্ঞাতনামা’ শিরোনামের গানটি গেয়েছেন চিরকুট ব্যান্ডের প্রাক্তন সদস্য রোকন ইমন। এতে পিন্টুর স্ত্রী সুকন্যা ঘোষ হামিং করেছেন। এ ছাড়া ‘সন্তান’ শিরোনামের একটি গান গেয়েছেন পিন্টু নিজেই।  

চলচ্চিত্রের সংগীত পরিচালনা প্রসঙ্গে পিন্টু বাংলানিউজকে বলেন, ‘অনেক ভালো লেগেছে কাজটা করে। তৌকীর ভাই আমাকে সহযোগিতা করেছেন। রোকন ইমন ভালো গেয়েছেন। এ দুটি গানে যারা বাজিয়েছেন, আমরা প্রত্যেকে মিলেই আসলে কাজটা করেছি। ’ 

নিয়মিত চলচ্চিত্রের সংগীত পরিচালনা করবেন কি-না জানতে চাইলে পিন্টু বলেন, ‘অবশ্যই। আমি আসলে চলচ্চিত্রের কাজই বেশি করতে চাই। আমি যেটা সুর করি বা গাই, সেটার ভিজ্যুয়াল আমাকে আন্দোলিত করে। এ ব্যাপারটা একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দদায়ক। ’

এর আগে বেলাল আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অনিশ্চিত যাত্রা’য় একটি গান গেয়েছেন পিন্টু ঘোষ। পর্দায় ঠোঁট মিলিয়েছেন আজাদ আবুল কালাম। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীত পরিচালনা করেন আদিত্য সন্ন্যাসী।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
জেএইচ/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।