বিশ্বের মহান রাজনৈতিক নেতাদের জীবন নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র। তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনকাহিনি উঠে আসেনি রূপালি পর্দায়।
মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ মাস পাকিস্তানে কারাবন্দি ছিলেন। তিনি কেমন ছিলেন ওই ১০ মাস? সেই সময়টাকেই চলচ্চিত্রে তুলে ধরবেন পরিচালক শিমুল সরকার। এরই মধ্যে গল্প চূড়ান্ত হয়েছে। এটি লিখেছেন সোলায়মান সুমন। এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ।
পরিচালক জানান, কাহিনীতে দেখানো হবে কারাগারে বসে একটি পায়রার সঙ্গে নিজের বেদনার কথা জানাচ্ছেন বঙ্গবন্ধু। পায়রাটি জানাবে দেশের খবরাখবর। বাস্তব ও পরাবাস্তবতার মধ্য দিয়ে আবেগকে প্রশ্রয় দিয়ে ছবির গল্প এগিয়েছে।
বঙ্গবন্ধুর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে চরিত্রের প্রয়োজনে দেশের বাইরের শিল্পীকেও বেছে নেওয়া হতে পারে। চলতি বছরের শেষ নাগাদ ‘সাদা পায়রা’র চিত্রায়ন শুরু হওয়ার কথা। আগামী বছরের ২৬ মার্চ ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এসও/জেএইচ