ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতীয় নাগরিক হিসেবে আদনান সামির প্রথম জন্মদিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
ভারতীয় নাগরিক হিসেবে আদনান সামির প্রথম জন্মদিন আদনান সামি

ভারতীয় নাগরিক হিসেবে প্রথম জন্মদিন উদযাপন করলেন আদনান সামি। গত সোমবার (১৫ আগস্ট) ছিলো তার ৪৩তম জন্মদিন।

তবে মজার ব্যাপার হলো, ওই একই দিনে ছিলো ভারতের স্বধীনতা দিবস।

এ বছরের শুরুতে ভারতীয় নাগরিকত্ত্ব পেয়েছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী। এ ছাড়া ব্রিটেনে জন্মগ্রহণ করার কারণে তিনি কানাডিয়ান নাগরিকত্ত্বও পান। ভারতীয় নাগরিক হওয়ার পর নিজের প্রথম জন্মদিন পালন প্রসঙ্গে তিনি টুইটারে লিখেছেন, ‘আজ নিজেকে ভাগ্যবান মনে করছি। একজন ভারতীয় হিসেবে ভারতে বসেই আমার জন্মদিন পালন করছি। সবাইকে স্বাধীনতা ‍দিবসের শুভেচ্ছা। ’

জনপ্রিয় এই শিল্পীকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বিভিন্ন তারকা। অভিনেত্রী প্রাচী দেশাই লিখেছেন, ‘স্বাধীনতা দিবসের সঙ্গে ভারতীয়রা তোমার জন্মদিনও পালন করছে। ’ সঙ্গীত পরিচালক এহসান নুরানী ও কমেডিয়ান জনি লিভার তার জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
 
শ্রোতাদের বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন আদনান সামি। এর মধ্যে ‘তেরা চেহরা’, ‘কাভি তো নাজার মিলাও’, ‘লিফট কারা দে’, ‘কাভি নেহি’ ও ‘ভর দো ঝোলি’ গানগুলোর জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
জেএমএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।