রাজকুমার বেন-হারের বিরুদ্ধে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার মিথ্যা অভিযোগ তোলে রোমান সেনাবাহিনীর কর্মকর্তা মেসালা। অথচ তাকে দত্তক নিয়েছিলো রাজকুমারেরই বাবা।
১৮৮০ সালে প্রকাশিত লিউ ওয়ালেসের ‘বেন-হার: অ্যা টেল অব দ্য ক্রাইস্ট’ অবলম্বনে তিনটি ছবি তৈরি হয়েছে হলিউডে। এর মধ্যে ১৯০৭ ও ১৯২৫ সালে মুক্তি পায় ‘বেন-হার’ নামের দুটি নির্বাক ছবি। ১৯৫৯ সালে একই নামে নির্মিত ছবিটি রেকর্ড ১১টি বিভাগে অস্কার জেতে। ‘টাইটানিক’ এবং ‘লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং’ ছবিরই কেবল এতো অস্কারজয়ের রেকর্ড আছে।
‘বেন-হার’ অবলম্বনে ২০০৩ সালে মুক্তি পায় অ্যানিমেটেড ছবি। ২০১০ সালে টেলিভিশনের জন্য একই নামে একটি মিনি সিরিজও তৈরি হয়েছে। এ তালিকায় এবার যুক্ত হলো ‘বেন-হার’ নামের আরেকটি ছবি। এর মাধ্যমে রক্ত-মাংসের বেন-হুর রূপালি পর্দায় ফিরছে ৫৭ বছর পর! ইতালির রোম শহরে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত অ্যাকশনধর্মী ছবিটির চিত্রায়ন শুরু হয় গত বছরের ২ ফেব্রুয়ারি। চলেছে ছয় মাস।
সোভিয়েত ইউনিয়নের নির্মাতা তিমুর বেকমামবেতোভের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ তারকা জ্যাক হাস্টন। এ ছাড়াও আছেন টোবি কেবেল, রড্রিগো সানতোরো, নাজানিন বোনাইদি, আইয়েলেত জুরের, মর্গান ফ্রিম্যান, সোফিয়া ব্ল্যাক-ডি’ইলিয়া।
২ ঘণ্টা ২১ মিনিট ব্যাপ্তির ‘বেন-হার’ আগামী ১৯ আগস্ট মুক্তি দেবে প্যারামাউন্ট পিকচার্স ও মেট্রো-গোল্ডউইন-মেয়ার পিকচার্স। এর বাজেট ১০ কোটি মার্কিন ডলার। দেখা যাক, ৫৭ বছর আগের ‘বেন-হার’-এর সাফল্যকে স্পর্শ করতে পারে কি-না নতুন ছবিটি।
বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
জেএইচ/এসও