ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পুনরাবৃত্তি দেখতে পারেন না মীর সাব্বির!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
পুনরাবৃত্তি দেখতে পারেন না মীর সাব্বির! ‘এজাজের মেজাজ’ নাটকের দৃশ্য

পুনরাবৃত্তি দেখতে পারেন না মীর সাব্বির। এমন কিছু ঘটতে দেখলে তার মেজাজ গরম হয়ে যায়।

এমনকি তিনি ঝগড়া শুরু করেন। হাতের সামনে যা পান তাই ছুঁড়ে মারেন। কখনও মায়ের সঙ্গেও শুরু করে দেন এমন ব্যবহার! কারণ মা তাকে প্রায়ই বিয়ে করার কথা বলেন।

‘এজাজের মেজাজ’ শিরোনামের নাটকের গল্পটি এমনই। ঈদুল আযহা  উপলক্ষে নির্মিত হাসির নাটকে মীর সাব্বির হাজির হচ্ছেন এজাজ চরিত্রে। রঞ্জন আকাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শরীফ রুমি।

গল্পে আরও দেখা যাবে, এজাজ বিভিন্ন সময় এই পুনরাবৃত্তির কারণে কখনও রিক্সাওয়ালা,  চিকিৎসক, এমনকি অফিস কর্মকর্তাদের সঙ্গেও ঝগড়া বাঁধিয়ে দিচ্ছেন। একসময় এজাজের মা ও অফিসের সহকর্মী ইলা (তানজিকা আমিন) পরিকল্পনা করে এজাজকে বুঝিয়ে দেয় সংসারে স্ত্রীর ভূমিকা কতোখানি। এক সময় ইলাকে ভালোবেসে ফেলে এজাজ।

‘এজাজের মেজাজ’ প্রসঙ্গে নির্মাতা শরীফ রুমি বাংলানিউজকে বলেন, ‘এতে দেখানো হয়েছে অহেতুক রেগে যাওয়া, উত্তেজনা, ক্ষোভ, ক্রোধ ইত্যাদির কারণে মানুষের জীবনে কতোটা ক্ষতি হতে পারে। পাশাপাশি বলা হয়েছে যে, যথাযথ ভালোবাসার মাধ্যমে এমন ব্যক্তিদের স্বাভাবিক আচরণে ফিরিয়ে আনা সম্ভব। ’

সম্প্রতি উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। এবারের ঈদে যে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে ‘এজাজের মেজাজ’। এস আর এন্টারটেইন্মেন্টের প্রযোজনায়  এতে আরও অভিনয় করেছেন তারিক স্বপন, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল, রাজু আহসান, লাবন্য বিন্দু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
জেএমএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।