ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রূপঙ্কর গাইলেন জয়ের সুরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
রূপঙ্কর গাইলেন জয়ের সুরে জয় শাহরিয়ার ও রূপঙ্কর বাগচী

গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত পরিচালক জয় শাহরিয়ারের সুরে এবার গান গাইলেন কলকতার জনপ্রিয় সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। সম্প্রতি সেখানকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

 

কলকাতা থেকে জয় বাংলানিউজকে জানান, ‘আধারের বৃষ্টিতে’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীতায়োজন করেছেন চয়ন চক্রবর্তী। আসছে ঈদে সিএমভির ব্যানারে সিঙ্গেল আকারে প্রকাশ করা হবে গানটি। পাশাপাশি এক্সক্লুসিভলি শোনা যাবে জিপি মিউজিকে।

জয় শাহরিয়ার বলেন, ‘রূপঙ্কর বাগচীর গায়কী আমার খুব পছন্দ। হঠাৎ মনে হলো তার জন্য একটি গান তৈরি করি। প্রথমবার শোনার পরিই তিনি গানটি খুব পছন্দ করেন। গেয়েছেনও বেশ যত্ন নিয়ে। ’ 

রূপঙ্কর বাগচীর ভাষ্য, ‘আমি সিলেটের ছেলে। বাংলাদেশের কাজ করতে সব সময়ই ভালো লাগে। আগেও বেশ কিছু গান করেছি। তবে এই গানটিকে একেবারে আলাদা মনে হয়েছে। ’ 

রুপঙ্করের গাওয়া বেশ কিছু গান দুই বাংলায় জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে আছে- ‘গভীরে যাও’ (বাইশে শ্রাবণ), ‘রূপকথা’ (অপরাজিতা তুমি), ‘সহসা এলে তুমি’ ও ‘এ তুমি কেমন তুমি’ (জাতিস্মর), ‘গান খুঁজে পাই’, ‘চুপি চুপি রাত’ (চলো, লেটস গো) প্রভৃতি।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।