প্রশ্নটা কঠিন। আবার মজারও।
‘গল্পের নায়ক-নায়িকারা’ নামের একটি আয়োজনে জার জনপ্রিয় অভিনয়শিল্পী মজার মজার বিষয়ে আড্ডা দিয়েছেন। সম্প্রতি বিএফডিসি’র তিন নম্বর ফ্লোরে এর চিত্রায়ন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। তিনি বলেন, ‘গল্প-নির্ভর আমাদের নাটকগুলোতে নায়ক বা নায়িকার চরিত্র কখন কেন্দ্রীয় হয়ে ওঠে, এই প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করেছি এই অনুষ্ঠানে। দর্শকদের কাছে এই তারকাদের কাজ ও ব্যক্তিজীবনের গল্প তুলে ধরার জন্য তাদেরকে একত্র করে আমাদের ঈদের অনুষ্ঠানের জন্য। আড্ডাটা জম্পেশ হয়েছে। ’
‘গল্পের নায়ক-নায়িকারা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদুল আজহা উপলক্ষে। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন খায়রুল বাবুই ও তারিকুল ইসলাম সজল।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
জেএইচ