ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকা থেকে পৌলমীর কণ্ঠে ‘তরী আমার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
ঢাকা থেকে পৌলমীর কণ্ঠে ‘তরী আমার’

কলকাতার জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী পৌলমী গাঙ্গুলীর শেকড় বাংলাদেশে। টাঙ্গাইলের গোপালপুর থানার হেমনগরের জমিদার পরিবারের মেয়ে তিনি।

এখন থাকেন মুম্বাইয়ে।  

সম্প্রতি ঢাকায় এসেছিলেন পৌলমী। এবার এখানকার প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক থেকে বের হচ্ছে তার গাওয়া রবীন্দ্রসংগীত ‘তরী আমার’।

গানটির সংগীতায়োজন করেছেন মুম্বাইয়ের প্রয়াগ জোশী। গানটি জিপি মিউজিক ও রবি ইয়োন্ডার অ্যাপ ছাড়াও গানচিল মিউজিকের নানান সার্ভিস থেকে শোনা যাবে।

পৌলমী ফেসবুকে আলাপচারিতায় জানান, ঢাকা থেকে তার গাওয়া গান প্রকাশ হচ্ছে বলে তিনি বেশ রোমাঞ্চিত। এখন থেকে বাংলাদেশে  নিয়মিত গান প্রকাশের ইচ্ছা আছে তার।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।