বিড়ালপ্রেমী হিসেবে আলাদা পরিচিতি আছে বলিউড অভিনেত্রী জেরিন খানের। তার ১১টি পোষা বিড়াল আছে।
এরই মধ্যে নিজের দলবলকে দায়িত্ব দিয়েছেন জেরিন। বাঘ দত্তক নেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করতে পারে এমন মানুষদের খুঁজে বের করতে বলেছেন তিনি। এ ক্ষেত্রে চিড়িয়াখানা সংশ্লিষ্টদের শরণাপন্ন হচ্ছেন তারা।
জেরিনের বিশ্বাস, এ পন্থায় বিলুপ্ত হওয়া থেকে চমৎকার প্রাণীটিকে সুরক্ষা করা সম্ভব। তিনি বলেছেন, ‘আমি বাঘ ভালোবাসি। সবচেয়ে চমৎকার প্রাণীদের মধ্যে বাঘ অন্যতম। কিন্তু দুঃখজনক হলো, খুব কমসংখ্যক বাঘ আর অবশিষ্ট আছে পৃথিবীতে। ’
তবে দত্তক নিতে চান বলেই বাঘকে ঘরে এনে রাখতে হবে বলে মনে করেন না জেরিন। এর অংশ হিসেবে বাঘের খাদ্য ও চিকিৎসায় প্রয়োজনীয় খরচ মেটাবেন তিনি। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ‘হেট স্টোরি থ্রি’ তারকা। তাই এরই মধ্যে নিজের বাঘের জন্য নাম ভাবতে শুরু করেছেন ২৯ বছর বয়সী এই তারকা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
বিএসকে/জেএইচ