অভিনেতা ফরিদ আলীর খবর সবাই জানেন। তিনি দর্শককে হাসির খোরাক জোগাতেন অভিনয়শৈলী দিয়ে।
মঙ্গলবার (২৩ আগস্ট) এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে ফরিদ আলীর তৃতীয় নামাজে জানাজায় উপস্থিত হন তার তিন পুত্র। বাবা সম্পর্কে অন্যদের মূল্যায়ন শুনে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। জানাজার আগে-পরে ফরিদ আলী সম্পর্কে তার সহকর্মী ও সতীর্থরা জানান, তিনি ছিলেন বড় মাপের শিল্পী ও ভালো মানুষ।
চার ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ছিলো ফরিদ আলীর সুখের সংসার। ছেলেদের মধ্যে দু’জন যুক্তরাষ্ট্র প্রবাসী। তাদের মধ্যে একজন শুভ বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দেশে ফেরেন। বাবার স্মৃতিচারণ করে শুভ বলেন, ‘বাবা আমাকে বলেছিলেন তুমি দেশে না আসা পর্যন্ত আমি মরবো না!’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন শুভ। তিনি জানান, বাবার হাত ধরে এফডিসিতে আসার স্মৃতি কোনোদিন ভুলবেন না।
আরেক সন্তান ইমরান আলী বলেন, ‘বাবার হাত ধরে অনেকে অভিনয় শিখেছে। তারা এখন ভালো ভালো কাজ করছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ। সরকার আমার বাবার পাশে দাঁড়িয়েছেন। চ্যানেল আইকেও ধন্যবাদ। একজন গুণী শিল্পীর পরিবারের সদস্য হিসেবে আমরা গর্বিত। ’
ফরিদ আলীর ছেলে বাঁধন বলেন, ‘বাবা আমাদের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। তিনি অভিনয় করে দর্শককে হাসাতেন। আনন্দ দিতেন। ঘরেও আমাদের হাসির গল্প শোনাতেন। আমরা ছোটবেলা থেকে তার আদরে আর মজার কথায় হাসতে হাসতে বেড়ে উঠেছি। আজ এভাবে তার জন্য কাঁদতে হচ্ছে, এটাই হয়তো নিয়তি। ’
বাংলাদেশ সময় : ১৯০৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এসও/জেএইচ