ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মন্ট্রিল উৎসবে ‘ড্রেসিং টেবিল’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
মন্ট্রিল উৎসবে ‘ড্রেসিং টেবিল’  ‘ড্রেসিং টেবিল’ ছবিতে তারিন রহমান

‘কিত্তনখোলা’, ‘শঙ্খনাদ’, ‘নিরন্তর’, ‘বাঁশি’, ‘রূপান্তর’, ‘অপেক্ষা’র পর আবু সাইয়ীদ পরিচালনা করলেন ‘ড্রেসিং টেবিল’। এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে কানাডার ৪০তম মন্ট্রিল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে।

ফোকাস অন ওয়ার্ল্ড সিনেমা সেকশনে আগামী ২৬, ২৭ এবং ২৯ আগস্ট এটি দেখানো হবে।

সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে ছবিটি। আগামী মাসের শেষ সপ্তাহে এটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে। এর অংশ হিসেবে গত ১৫ আগস্ট ইউটিউবে ছাড়া হয়েছে এর প্রোমো।   

ছবিটির কাহিনি একটি ড্রেসিং টেবিলকে ঘিরে। গল্পে দেখা যাবে- নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান রুহুলের সঙ্গে বিয়ে হয় এতিমখানায় বেড়ে ওঠা শিলার। ছেলেটি সামান্য বেতনের চাকরি করে। তাদের সংসারে কোনো ফার্নিচার নেই বললেই চলে। এর মধ্যে শিলা স্বপ্ন দেখতে থাকে তার একটি ড্রেসিং টেবিল থাকবে, সেটার সামনে বসে সাজবে, কথা বলবে।  

একসময় রুহুল ও শিলা একটি পুরনো ড্রেসিং টেবিল কেনে। এর ভেতর পাওয়া যায় একটি ডায়েরি। এতে লেখা আছে এক নারীর জীবনকাহিনি। এটা পড়ে শিলা তার মাকে কল্পনা করে। এরপর ডায়েরিতে লেখা একটি ঠিকানায় ছুটে চলে মেয়েটি।

ছবিটিতে শিলা চরিত্রে অভিনয় করেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া তারিন রহমান। ‘ড্রেসিং টেবিল’-এর মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।  

তারিন রহমান ছাড়াও এ ছবিতে আছেন এ কে আজাদ, নাদিয়া খানম, কেএস ফিরোজ, ইফফাত তৃষা, পরেশ আচার্য, মোহাম্মদ বারি, খলিলুর রহমান কাদরী প্রমুখ। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন পরিচালক নিজেই। ‘ড্রেসিং টেবিল’ প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।  

* ‘ড্রেসিং টেবিল’ ছবির প্রোমো :

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।