দেশের স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের জাতীয় সংগঠন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে বছরব্যাপী নানান অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
আগামী ২৬ ও ২৭ আগস্ট ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
২৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। সকাল ১১টা ও দুপুর আড়াইটায় রয়েছে স্মৃতিচারণের দুটি পর্ব। বিকেল ৫টায় ‘স্বাধীন ধারার চলচ্চিত্রের তিন দশক: সাফল্য ও ব্যর্থতা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
পরদিন সকাল সাড়ে ১০টায় আশির দশকে নির্মিত নির্বাচিত চলচ্চিত্র, বিকেল ৩টায় নব্বই দশকে নির্মিত নির্বাচিত চলচ্চিত্র ও বিকেল সাড়ে ৫টায় থাকবে বর্তমান সময়ে নির্মিত নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন রাজু ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ অটন জানান, তাদের এই আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জেএইচ