বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান ড্রিমল্যান্ডের কর্ণধার একটি বহুজাতিক প্রসাধন প্রতিষ্ঠানের কাছ থেকে নতুন মুখের মডেল নিয়ে তিনটি বিজ্ঞাপনচিত্র বানানোর কাজ পায়। এরপর ‘মডেল হান্ট’ প্রকল্পের আওতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘মডেল হান্ট’ নামের এই সুন্দরী প্রতিযোগিতার গল্প নিয়ে তৈরি হলো ধারাবাহিক নাটক ‘রূপালী প্রান্তর’। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, আনিকা কবির শখ, নিলয়, অহনা, আলভি, আখম হাসান, নোভা, ছন্দা, অরিন, চিত্রলেখা গুহ, বাবুল আহমেদ, তমালিকা, ওবিদ রেহান, সোহান খান, ইভানা, রিক্তা, সুস্মিতা, আব্দুর রাতিন, সুবর্না মজুমদার, শিরিন বকুল প্রমুখ।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ওয়াসা ভবনস্থ এটিএন বাংলার স্টুডিওতে ধারাবাহিকটির প্রিমিয়ার শো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার গল্প ভাবনা নিয়ে নির্মিত নাটকটি লিখেছেন রিজওয়ান খান, পরিচালনায় কায়সার আহমেদ। এটিএন বাংলায় শিগগিরই এর প্রচার শুরু হবে।
অনুষ্ঠানে আরও ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (বিক্রয় ও বিপনন) জিএম শামসুল হুদা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ, নাটকের প্রযোজক ও মোহনা অডিও ভিজ্যুয়ালের স্বত্ত্বাধিকারী জামাল উদ্দিনসহ এটিএন বাংলার উর্ধ্বতন ব্যক্তিবর্গ ও নাটকের কলাকুশলীরা।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জেএইচ