ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিলনের নতুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
মিলনের  নতুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চারপাশে কতো অনিয়ম! বেকার তরুণেরা কাজ পাচ্ছে না, সবখানে ঘুষ, ক্ষমতার জোর। যদি ম্যাজিকের মাধ্যমে এমন সব সমস্যার সমাধান হতো! এমনটা ভাবতে ভাবতে সবার ভালো থাকার মন্ত্র নিয়ে শহরে হাজির হয়েছেন একজন ম্যাজিশিয়ান।

বিটিভির নতুন ধারাবাহিক নাটক  প্রচার ‘ম্যাজিশিয়ান’-এর নাম ভূমিকায় থাকছেন হাসান ইমাম। নাটকে বেকার তরুণের ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলনকে।

মিলন বাংলানিউজকে বলেন, ‘অনিয়মের কারণে মানুষের জীবনে যেসব সমস্যার সৃষ্টি হয় তারই অবস্থা তুলে ধরা হয়েছে নাটকে। আমরা ভালো থাকার জন্য অনেক কিছু কল্পনা করি। সেই কল্পনাগুলোই একজন ম্যাজিশিয়ান বাস্তবে রূপ দেয়। ’

ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘এখন চলচ্চিত্রে বেশি সময় দিচ্ছি। কালেভদ্রে একক নাটকে কাজ করছি। এই ধারাবাহিকটি কাজ করেছি দু’ বছর আগে। ’

‘ম্যাজিশিয়ান’-এর প্রচার শুরু হয়েছে ২৪ অাগস্ট থেকে। প্রতি সপ্তাহের বুধবার রাত সাড়ে ৮টায় বিটিভিতে দেখা যাবে ‘ম্যাজিশিয়ান’। এতে আরও আছেন আজমেরী হক বাধঁন, জয়ন্ত চট্টপাধ্যায়, ড. ইনামুল হক প্রমুখ। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফারুক খান টিটু।
 
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
টিএস /এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।